শিলিগুড়িতে করোনায় মৃত‍্যু টিটি কোচ রাজদীপের, সব টুর্নামেন্ট স্থগিত করল বিএসটিটিএ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : করোনায় মৃত‍্যু হল প্রাক্তন জাতীয় টেবল টেনিস খেলোয়াড় ও কোচ রাজদীপ সরকারের। নিজের শহর শিলিগুড়িতে শুক্রবার সন্ধ‍্যা ৭.১১ মিনিটে মৃত‍্যু হয় ৩৬ বছরের রাজদীপের। কদিন ধরেই করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন রাজদীপ। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার বিকেলে ভেন্টিলেশনে রাখা হয়। কয়েক ঘন্টার পর মৃত‍্যু হয় রাজদীপের। তাঁর মৃত‍্যুতে শিলিগুড়ি ক্রীড়ামহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

খেলা থেকে অবসর নেওয়ার পর রাজদীপ কোচিংয়ে চলে আসেন। মূলত তিনি শিলিগুড়িতেই কোচিং করাতেন। রাজদীপের মত উদীয়মান টেবল টেনিস কোচের অকাল প্রয়াণে বাংলার ক্রীড়া মহলে নেমে এসেছে শোকের ছায়া। বাংলার আর এক প্রাক্তন টেবল টেনিস খেলোয়াড় শিশির গাঙ্গুলি কর্মসূত্রে কয়েক বছর ধরে শিলিগুড়িতেই আছেন। শিশিরবাবু ‘ইনসাইড স্পোর্টস’-কে ফোনে বলছিলেন,”রাজদীপের চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। বৃহস্পতিবারই খবর নিয়ে জানতে পেরেছিলাম, ভাল নেই রাজদীপ। কিন্তু ওযে এভাবে চলে যাবে ভাবতেই পারছি না। একটা সময় খেলেছে। এখন কোচিং করাতো। বয়সটা খুব কম। বাংলার টেবল টেনিস জগত একজন উঠতি কোচকে হারাল।” বেঙ্গল স্টেট টেবল টেনিস অ‍্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্তও ব‍্যাথিত। “খবরটা যখন শুনলাম, তখন বিশ্বাস করতে পারছিলাম না। মনটা খারাপ হয়ে গেল। ও কোচিংয়ে এসেছিল। মন দিয়ে কাজও করছিল। রাজদীপের মৃত‍্যুতে আমরা গভীর ভাবে শোক প্রকাশ করছি।”

এদিকে করোনা ভাইরাসের আক্রমণ ক্রমেই জোরালো হচ্ছে। মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে। সামনে এখন শুধুই মৃত‍্যু মিছিল। এই অবস্থায় বাংলার টেবল টেনিসের সমস্ত টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে টেবল টেনিসের রাজ‍্য নিয়ামক সংস্থা। কঠিন সময়ে বিধিনিষেধের লক্ষণরেখায় রাজ্যে টেবিল টেনিস শুরু হয়েছিল । একের পর এক টুর্নামেন্ট আয়োজন হয়েছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই মূহুর্তে টেবিল টেনিস খেলা চালিয়ে যাওয়ার ঝুঁকি নিতে নারাজ বিএসটিটিএ কর্তারা।
বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেছেন, ” আগে জীবন বাঁচুক তারপর খেলা হবে। খেলা গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু খেলোয়াড়রা আরও বেশি গুরুত্বপূর্ণ। সব কিছুই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শনিবার যাদবপুরে সাব জুনিয়র টেবল টেনিসের ফাইনাল ছিল। সেটাও বন্ধ রাখতে বাধ‍্য হলাম। মে মাস থেকে কোনও খেলা না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে জেলা গুলিকে বলা হয়েছে প্লেয়ার রেজিস্ট্রেশনের কাজ অনলাইনে করা যেতে পারে। পরিস্থিতির দিকে নজর রেখে টেকনিক্যাল কমিটির সঙ্গে কথা বলেই এই পদক্ষেপ করা হয়েছে। মে মাসটায় সব টুর্নামেন্ট বন্ধ রাখার পরে জুন মাসে পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেব।” ইনসাইড স্পোর্টসকে জানিয়েছেন শর্মি সেনগুপ্ত।

তবে শর্মিদেবী জেলায় প্র্যাকটিস বন্ধ রাখার বিষয়টি জেলা সংস্থা এবং ক্লাবের উপর ছেড়ে দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, “একটা ধাক্কা তো লাগবেই। রাজ্য চ্যাম্পিয়নশিপ নির্দিষ্ট সময়ে করার ইচ্ছে রয়েছে। মাঝের সময়ে অন্তত স্টেজ থ্রি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা ভেবে রেখেছি, দেখা যাক কি হয়। বলেছেন শর্মি সেনগুপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here