◆৫ উইকেট নেওয়ার পর শাহবাজ আহমেদ,বুধবার ইডেনে◆
◆সংক্ষিপ্ত স্কোর◆
◆বাংলা – (৩১০ ও ৮৯/১)
◆হিমাচল প্রদেশ – (প্রথম ইনিংস – ১৩০)
◆বাংলা ২৬৯ রানে এগিয়ে
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রনজি ট্রফির দ্বিতীয় ম্যাচেও ছন্দে বাংলা। প্রথম দিনে বাংলার ব্যাটার অনুষ্টুপের শতরান। আর দ্বিতীয় দিনে বোলার শাহবাজ আহমেদের ঝোড়ো বোলিংয়ের ৫ উইকেট। সব মিলিয়ে হিমাচল প্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে বাংলা চালকের আসনে।
ইডেনে রনজি ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলার প্রথম ইনিংসে ৩১০ রানের জবাবে বুধবার ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হিমাচল প্রদেশ। শাহবাজ আহমেদের ঝোড়ো বোলিংয়ের সামনে হিমাচল প্রদেশের ব্যাটাররা তখন রীতিমতো কোনঠাসা। দলের ৩৮ রানেই ৫ উইকেট চলে যায়। প্রশান্ত চোপড়া (৭১) ও মায়াঙ্ক ডাগার (১৮) ছাড়া কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। ১৩০ রানেই অল আউট হয়ে যায় হিমাচল প্রদেশ। শাহবাজ একাই নিয়েছেন ৫ উইকেট। ইডেনে তাঁর এটাই প্রথম ৫ উইকেট নেওয়া। এছাড়াও ইশান পোড়েল, আকাশদীপ দুটি করে এবং সায়ন মন্ডল একটি উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা দিনের শেষে এক উইকেট হারিয়ে ৮৯ রান করেছে। এগিয়ে আছে ২৬৯ রানে। ২০ বলে পাঁচটি চার আর দুটি ছক্কা মেরে ৩৫ রান করে আউট হয়েছেন অভিষেক দাস। দিনের শেষে অপরাজিত আছেন কৌশিক গোষ (২১) ও সুদীপ ঘরামি (৩২)। বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, আগামী কাল যদি ব্যাটসমানরা ব্যর্থ না হয়, তাহলে বড় রানের ইনিংস গড়া যাবে।