শার্দুলের ৭ উইকেটে ম‍্যাচে ফিরেও চিন্তায় ভারতীয় শিবির

0

ভারত: ২০২/১০ ও ৮৫/২ (পূজারা-৩৫*)
দক্ষিণ আফ্রিকা: ২২৯/১০ (পিটারসেন-৬২, বাভুমা-৫১, শার্দূল-৬১/৭)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৪ জানুয়ারি : শার্দুল ঠাকুরের চমৎকার বোলিংয়ের ফলে ম‍্যাচে ফিরেছিল ভারত। কিন্তু দ্বিতীয় দিনের শেষে ৮৫ রানে দু-দুটি উইকেট হারিয়ে চাপে থাকল ভারত। লোকেশ রাহুল (৮) ও মায়াঙ্ক আগরওয়াল (২৩) রানে আউট হয়েছেন। অফ ফর্মে থাকা চেতেশ্বর পুজারা (৩৫) ও অজিঙ্ক রাহানে (১১) অপরাজিত আছেন।

ভারতের প্রথম ইনিংসে ২০২ রানের জবাবে ব‍্যাট করতে নেমে লড়াই করছিল দক্ষিণ আফ্রিকাও। কিন্তু সব লড়াই একাই শেষ করে দেন ২৫ বছরের ডান হাতি মিডিয়াম ফাস্ট বোলার শার্দুল ঠাকুর। তিনি একাই সাত-সাতটি উইকেট নিয়ে ২২৯ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ করে দেয়। মাত্র ২৭ রানে লিড নিতে পেরেছিল প্রোটিয়া বাহিনী।

গত বছর অস্ট্রেলিয়ার মাটিতেই নজরকাড়া পারফর্ম করেছিলেন শার্দুল। আর এবার জোহাসেনবার্গে টেস্ট স্মরণীয় করে রাখলেন শার্দূল ঠাকুর।
অধিনায়ক এলগার, পিটারসেন, ডুসেন, কেইল ভেরিনে, বাভুমা, জ্যানসেন এবং এনগিডির উইকেট তুলে নেন শার্দূল। তাঁর বিধ্বংসী বোলিংয়ের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারেননি কোনও ব‍্যাটসম‍্যান। দুটি উইকেট নিয়েছেন মহম্মদ শামি।

আগামীকাল পুজারা ও রাহানে বড় রানের পার্টনারশিপ খেলতে পারলে নিজেরা তো বটেই ভারতও ভাল জায়গায় পৌঁছে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here