শাকিরের দুরন্ত শতরান, পি সেন ট্রফি জিতল মোহনবাগান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : টান টান উত্তেজনার ম‍্যাচে পি সেন ট্রফি চ‍্যাম্পিয়ন হল মোহনবাগান। শনিবার ইডেনে শাকির হাবিবের দুরন্ত শতরানে ভবানীপুরকে এক উইকেটে হারিয়ে চ‍্যাম্পিয়ন হল সবুজ-মেরুন ক্লাব।

এদিন ম‍্যাচে প্রথমে ব‍্যাট করতে নেমে মোহনবাগানের সামনে বিরাট রানের লক্ষ‍্যমাত্রা রাখে ভবানীপুর। ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ভবানীপুর ৩৫২ রান করে। অভিষেক রমন ৭৪, অনুষ্টুপ মজুমদার ৭১ এবং চিরাগ জানি অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। মোহনবাগানের সুনীল দালাল ৬০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন।

শতরান করার পর শাকির হাবিব গান্ধী। শনিবার ইডেনে

ভবানীপুরের জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ১২ ওভারেই ৮৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মোহনবাগান। কিন্তু শাকির হাবিব গান্ধী অসাধরণ ইনিংস খেলে ভবানীপুরকে পাল্টা চাপে ফেলে দেন। শাকিরের অপরাজিত ১৫৭ রানের ইনিংস মোহনবাগানকে জয় এনে দেয়। ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় মোহনবাগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here