◆বাংলার অধিনায়ক নরহরিকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন মন্ত্রী শশী পাঁজা,সোমবার গৌরিমাতা উদ্যানে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সোমবার কলকাতা শহরে সংবর্ধনায় ভাসলেন সদ্য ন্যাশনাল গেমস থেকে সোনা জয়ী ফুটবলাররা। একই দিনে সংবর্ধিত হলেন আসন্ন বিশ্বকাপ ফুটবল কভার যাওয়া ১৩ ক্রীড়া সাংবাদিক।
সোমবার উত্তর কলকাতার গৌরিমাতা উদ্যানে মিষ্টিন্ন ব্যবসায়ী সংগঠন ন্যাশনাল গেমসের সোনাজয়ী বাংলা দলকে সংবর্ধনা জানায়। উপস্থিত ছিলেন শ্যামল সেন, মন্ত্রী শশী পাঁজা, আইএফএ সচিব অনির্বান দত্ত, বিওএ-এর সভাপতি স্বপন ব্যানার্জি প্রমূখ।
এদিন মিষ্টান্ন ব্যবসায়ী সংগঠনের কর্তারা সোনা জয়ী প্রতিটি ফুটবলারদের হাতে পাঁচ হাজার টাকা সহ ফুল, মিষ্টি,স্মারক তুলে দেওয়া হয়। বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যকে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এসে বাংলার অধিনায়ক নরহরি শ্রেষ্ঠাকে মিষ্টি খাইয়ে দেন মন্ত্রী শশী পাঁজা।
বাংলার সোনা জয়ী ফুটবলার ও কোচের সই করা ফুটবল উপহার হিসেবে মিষ্টি ব্যবসায়ী সংগঠনের কর্তাদের হাতে তুলে দেন আইএফএ সচিব অনির্বান দত্ত। তিনি পরে বলেন,”মিষ্টি ব্যবসায়ী সংগঠনের কর্তারা যে ভাবে বাংলার ফুটবলারদের সংবর্ধনা জানাল তা দেখে আমরা সত্যিই অভিভুত। যোগ্য ফুটবলারদের যোগ্য সম্মান জানালেন।”
কলকাতা শহরের এক প্রান্তে যখন বাংলার ফুটবলারদের সংবর্ধনা জানানো হয় তার কিছুক্ষণ পরেই ডালহৌসীর বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হাউসে বাংলার ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা জানাল আইএফএ-এর গভর্নি বডির সদস্যরা ও বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বাংলার সেই সমস্ত (১৩ জন) ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা জানানো হল যারা আসন্ন ফুটবল বিশ্বকাপ কভার করতে কাতার যাচ্ছেন।
শুধু সংবর্ধনা দেওয়াই নয়, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হল ‘সাংবাদিকদের চোখে বিশ্বকাপ ফুটবল’ এক আলোচনা চক্র। বিশ্বকাপ কভার করতে যাওয়ার নানান ঘটনা তুলে ধরলেন সাংবাদিকরা।
হঠাৎ ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা কেন? তার ব্যাখ্যা দিতে গিয়ে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন,”বিশ্বকাপের আসর এক অন্য অনুভূতি। যারা গেছেন তারাই বুঝবেন। কিন্তু সাংবাদিকরা এক মাস ধরে যে পরিশ্রম করে,নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে বিশ্বকাপের নানান ধরনের খবর তুলে ধরেন তা সত্যি প্রশংসনীয়। আমি জানি এক মাস সাংবাদিকরা কি কষ্টটাই না করেন। তাঁদেরও সংবর্ধনা প্রাপ্য। তাই কাতার বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিকদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।”
সাংবাদিকদের হাতে সুদৃশ্য স্মারক, টি-শার্ট,মিষ্টি তুলে দেওয়া হয়। এদিনের এই চমৎকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, প্রশান্ত ব্যানার্জি, অলোক মুখার্জি, কৃষ্ণেন্দু রায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রশান্ত চক্রবর্তী, রঞ্জন চৌধুরী।
আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বান দত্ত, সহসভাপতি স্বরূপ বিশ্বাস, কোষাধ্যক্ষ্য দেবাশিস সরকার, সহ সচিব রাকেশ (মুন) ঝাঁ, নজরুল ইসলাম সহ একাধিক কর্তা। ছিলেন আইএফএ-এর গভর্নিং বডির সদস্যরাও। ছিলেন রেফারি সংস্থার সচিব উদয়ন হালদার। স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে সামিল হয়েছিলেন বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একাধিক কর্তা।