শনিবার ডুরান্ড অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : শনিবার ডুরান্ড কাপ দিয়ে এবছরের মরসুম শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামবে সবুজ-মেরুন দল। গত তিন দিন ধরে ক্লোজড ডোর অনুশীলন করেছেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। ডুরান্ড কাপে একই গ্রুপে আছে মুম্বই সিটি, ইমামি ইস্টবেঙ্গল, রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়ান নেভি এবং এটিকে মোহনবাগান।


শক্ত গ্রুপের কথা স্বীকার করে এটিকে মোহনবাগানের কোচ জোয়ান ফেরান্দো জানিয়েছেন, “আমরা কঠিন গ্রুপে আছি। পরের রাউন্ডে যেতে হলে আমাদের সাত থেকে আট পয়েন্ট লাগবেই। তবে আমাদের মাথায় এখন ডার্বি ম‍্যাচও নেই, আবার গ্রুপের অন‍্য ম‍্যাচ নিয়েও আগাম ভাবতে চাই না। আমরা ম‍্যাচ প্রতি পরিকল্পনা করে এগোতে চাই।”

এদিকে, নতুন মরশুমের জন্য ৪ ফুটবলারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ ফেরান্দো। এই ৪ অধিনায়ক হলেন জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটাল এবং শুভাশিস বসু। একই সঙ্গে ডুরান্ড কাপের জন্য ২৭ জন ফুটবলারকে বেছে নিলেন সবুজ-মেরুন কোচ।

শনিবার ডুরান্ডে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে মোহনবাগানের দলে কতজন বিদেশি থাকবেন, তা এখনও স্থির করেননি এটিকে মোহনবাগান কোচ। তিনি জানিয়েছেন,”কোন চার জনকে প্রথম ম্যাচে খেলাব তা ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেব।”
তবে মরসুমের প্রথম টুর্নামেন্টের প্রথম ম‍্যাচ। তাই প্রতিপক্ষ আইলিগ খেলা রাজস্থানকে মোটেও হালকা ভাবে নিচ্ছেন না কোচ ফেরান্দো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here