শনিবার আই লিগ শুরু, সতর্ক এআইএফএফ

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা ৮ জানুয়ারি : শনিবার (৯ জানুয়ারি ) থেকে শুরু হচ্ছে আই লিগ। প্রথম ম‍্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং ও সুদেবা দিল্লি এফসি। করোনার জন‍্য এবারের আই লিগ নতুন ফর্ম‍্যাটে করা হচ্ছে। মোট ১১ দলের এই আই লিগে প্রথম লেগে প্রত‍্যেক দল প্রত‍্যেকের সঙ্গে খেলবে। প্রথম লেগের শেষে পয়েন্টের বিচারে প্রথম ৬ দল চ‍্যাম্পিয়নশিপের জন‍্য খেলবে দ্বিতীয় লেগে। আর শেষের ৫ টি দল অবনমনের লড়াইয়ের জন‍্য খেলবে।


আই লিগে অংশ নেওয়া ১১ দলের ফুটবলারদের দুটি হোটেলে সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। রেফারি ও ফেডারেশন কর্তা ও কর্মীদের জন‍্য অন‍্য হোটেলে থাকার ব‍্যবস্থা করা হয়েছে। তিন মাস ধরে আই লিগ হবে কলকাতায়। যুবভারতী, কিশোর ভারতী (সন্তোষপুর), মোহনবাগান ও কল‍্যাণী স্টেডিয়ামে এবারের আই লিগের ম‍্যাচ গুলি হবে। তবে সন্তোষপুরের কিশোর ভারতীতে জানুয়ারি মাসে খেলা দেওয়া হচ্ছে না। ফেব্রুয়ারি থেকে এই মাঠে ম‍্যাচ দেওয়া হবে।
এআইএফএফ সতর্ক ফুটবলারদের সুরক্ষা বলয় নিয়ে। যদিও আই লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা খুব সফল ভাবে করতে পেরেছিল এআইএফএফ। কিন্তু দ্বিতীয় ডিভিশন ছিল ২৭ দিনের। আর আই লিগের প্রথম ডিভিশন চলবে প্রায় ১০০ দিন। স্বাভাবিকভাবেই এই তিন মাসের বেশি সময় ধরে ফুটবলারদের সুরক্ষাবলয় নিয়ে সতর্ক এআইএফএফ। সতর্ক থাকার আরও একটি কারণ হল, আইএফএ শিল্ডের পর মহমেডান ও গোকুলামের বেশ কিছু ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, আইএফএ শিল্ডে ফুটবলারদের জন‍্য কোনও সুরক্ষাবলয়ের ব‍্যবস্থা ছিল না। কারণ সুরক্ষাবলয়ের ব‍্যবস্থা করার জন‍্য যে টাকার প্রয়োজন ছিল সেই পরিমান টাকার স্পনসর ছিলনা আইএফএ-র। ১১ দলের দেখাশোনা ও লিগের যাবতীয় কাজের জন‍্য বেশি সংখ‍্যায় কর্মী নিয়োগ করেছে এআইএফএফ।

প্রথম ম‍্যাচ খেলতে নামার আগে মহমেডান কোচ হাবিয়া জানান,”আমাদের প্রত‍্যেক ফুটবলার মাঠে নামার অপেক্ষায় আছে। দ্বিতীয় ডিভিশনে মাঠে যেমন সেরাটা দিয়েছিল, এবারও সেরাটাই দেবে। ইতিবাচক মনোভাব নিয়েই মাঠে নামবে।
শনিবার যুবভারতীতে মহমেডান – সুদেবা দিল্লির ম‍্যাচ শুরু দুপুর দুটোর সময়। একই দিনে কল‍্যাণীতে পরপর দুটি ম‍্যাচ হবে। বিকেল চারটেতে মুখোমুখি হবে পঞ্জাব এফসি ও আইজল এবং সন্ধ‍্যা ৭ টায় গোকুলম খেলবে চেন্নাইয়ের বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here