লড়াই করেও হার ইউনাইটেডের, ফাইনালে মহমেডান

0

মহমেডান স্পোর্টিং – ১( জোসেফ/পেনাল্টি)
ইউনাইটেড স্পোর্টস – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,কল‍্যাণী,১২ অক্টোবর : এবারের লিগ কাম নকআউটের দ্বিতীয় সেমিফাইনাল ম‍্যাচে খেলতে নামার আগে মারাত্মক চাপে ছিলেন মহমেডান ও ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা। ১৯৮১ সালে শেষবার কলকাতা লিগ জিতেছিল মহমেডান। অন‍্যদিকে, ইউনাইটেড স্পোর্টস অতীতে দু-দুবার লিগে রানার্স হলেও খেতাব জিততে পারেনি। মঙ্গলবার জিততে পারলেই লক্ষ‍্যের কাছাকাছি চলে যাওয়া যাবে। এমন এক কঠিন ম‍্যাচ খেলতে নেমে শেষ হাসি হাসতে দেখা গেল মহমেডানের ফুটবলারদের।

মল্লিককে তন্ময়ের বিতর্কিত ফাউল করার মূহুর্ত।

নির্ধারিত ৯০ মিনিটে ইউনাইটেড স্পোর্টসকে ১-০ গোলে হারিয়ে লিগের ফাইনালে পৌঁছে গেল মহমেডান স্পোর্টিং। জয়সূচক গোলটি করেন বিদেশি ফুটবলার জোসেফ। দীর্ঘ ৪০ বছর পর মহমেডানের সামনে ফের লিগ জয়ের হাতছানি। পাশাপাপাশি লিগ খেতাব জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল অলোকেশ কুন্ডু-নবাব ভট্টাচার্যদের।

পেনাল্টির প্রতিবাদ ইউনাইটেডের ফুটবলারদের

তুল‍্যমূল‍্য লড়াই। ম‍্যাচের শুরু থেকেই আক্রমণ, প্রতি আক্রমণ। বল পজিশন মহমেডানের ফুটবলারদের পায়ে একটু বেশি থাকলেও চোখ জুড়িয়ে গিয়েছে ইউনাইটেডের এক ঝাঁক বাঙালি ফুটবলারদের পাসিং ফুটবল দেখে। মাটিতে বল রেখে এক সঙ্গে পাঁচটা,ছ’টা পাস খেলে বিপক্ষের বক্সে উঠে যাচ্ছে। শেষ পাঁচ বছরের কলকাতা লিগে বাঙালিদের এমন সংঘবদ্ধ ফুটবল দেখা যায়নি। বিশেষ করে সুব্রত,জগন্নাথ,তারক,বাসুদেব, তন্ময়দের ফুটবল দেখে মনে হচ্ছিল এরাই যেন বাঙালির আত্মতৃপ্তির অনুশীলন। পরিসংখ‍্যান বলছে, এবারের কলকাতা লিগে এখনও পর্যন্ত গোল হয়েছে ১৩৫ টি। বিদেশি ফুটবলাররা গোল করেছেন ৫২ টি। আর বাঙালি ফুটবলাররা গোল করেছেন ৮৩টি। এই তথ‍্যই বুঝিয়ে দিচ্ছে বাংলার ছেলেরা জেগে উঠেছে।

পেনাল্টি থেকে জোসেফের গোল করার মূহুর্ত

দুর্দান্ত লড়াই করেও হারতে হল জগন্নাথদের। প্রথমার্ধের শেষ দিকে তন্ময় ঘোষের একটা ফাউল। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টি দেন। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মহমেডানকে ১-০ গোলে এগিয়ে দেন জোসেফ।

জগন্নাথ ওরাঁও-এর কান্না

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেন জগন্নাথ,সুব্রত,তন্ময়রা। একটা সময় মনে হচ্ছিল যে কোনও সময় গোল করে দেবেন সুব্রতরা। কিন্তু মহমেডানের রক্ষণভাগ এতটাই জমাট ছিল যে, ভেদ করে গোল করতে পারলেন না। অমল দত্ত একটা কথা প্রায় বলতেন, ‘অস্ত্রোপচার সফল,অথচ রোগি বাঁচল না। তাহলে কিসের সফল অস্ত্রোপচার? ” ইউনাইটেডের ফুটবলাররা ভাল খেললেন। কিন্তু জিততে পারলেন না। এই ম‍্যাচের স্কোরবুকে শুধু ফলাফলটাই লেখা থাকবে।

এদিনের ম‍্যাচের সেরা হয়েছেন একমাত্র গোলদাতা জোসেফ। প্রতিভাবান ফুটবলারের স্বীকৃতি পেলেন জগন্নাথ। আগামী ১৮ অক্টোবর লিগের ফাইনালে মহমেডান খেলবে রেলওয়ে এফসির বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here