লড়াই করেও সোনা হাতছাড়া, রুপোতেই থামলেন স্বস্তিকা

0

◆রুপো জেতার পর স্বস্তিকা ঘোষ। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায়◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : একটুর জন‍্য সোনার পদক পেলেন না স্বস্তিকা ঘোষ। ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক টেবল টেনিস চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে চিনের গুয়া জিনের কাছে হেরে রুপো জিতলেন স্বস্তিকা।

ফাইনালে শুরুটা ভালই করেছিলেন উলুবেরিয়ার মেয়ে স্বস্তিকা। ৩-০ ব‍্যবধানে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। এগিয়ে থেকেও ৩-৪ ব‍্যবধানে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল স্বস্তিকাকে। তবে তিনি হতাশ হননি। বরং সামনের দিকে এগিয়ে যেতে চান। ভুল থেকেই শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নিতে চান। এই মুহূর্তে অনূর্ধ্ব-১৯ বিশ্ব পর্যায় টেবল টেনিসের র‍্যাঙ্কিংয়ে স্বস্তিকা আছেন ৯ নম্বরে। আগামী জুলাই মাসে চেক ওপেনে খেলবেন স্বস্তিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here