ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : লেবাননকে ২-০ গোলে হারিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতল ভারতীয় ফুটবল দল। একটি করে গোল করেছেন সুনীল ছেত্রী ও লালিয়ানজুয়ালা ছাংতে।
রবিবার ভুবনেশ্বরে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে প্রথমার্ধে ভাল ফুটবল খেলতে পারেনি ইগর স্তিমাচের ভারতীয় দল। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল গোল শূন্য।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে ভারত চেনা ছন্দে ফিরে আসে। ৪৮ মিনিটে গোল করে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন সুনীল ছেত্রী। ৬৬ মিনিটে ছাংতে ম্যাচের শেষ গোলটি করে জয় নিশ্চিত করে ফেলেন। এই ইন্টার কন্টিনেন্টাল কাপে শেষবার ভারত জিতেছিল ২০১৮ সালে। চার বছর পর ফের চ্যাম্পিয়ন হল ভারত।