এটিকে মোহনবাগান – ৪ (বুমোস-২,রয় কৃষ্ণ-১,লিস্টন-১)
কেরল ব্লাস্টার্স – ২ (সাহাল,জর্জ দিয়াজ)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৯ নভেম্বর : শুরুতেই বাগানে যেন বসন্ত। শুক্রবার গোয়ার মাঠে কেরল ব্লাস্টার্সকে ৪-২ গোলে হারিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করল এটিকে মোহনবাগান।
ম্যাচের প্রথম থেকেই ছন্দে ছিলেন বাগানের ফুটবলাররা। হুগো বুমোস দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন। নিজে দু’গোল করলেন,সঙ্গে দলের বাকি দুটি গোলের ক্ষেত্রেও বুমোসের অবদান ছিল। রয় কৃষ্ণ, লিস্টন কোলাসো, মনবীর সিংদের জন্য গোলের বল সাজিয়ে গেলেন তিনি। স্বাভাবিক ভাবেই এদিনের ম্যাচের নায়ক তিনিই।
ম্যাচের দু’মিনিটের মাথায় দুর থেকে প্রথম গোল বুমোসের। ১-০ গোলে এগিয়ে গেলেও সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান। ২৪ মিনিটের মাথায় সাহাল আব্দুল গোল করে কেরল ব্লাস্টার্সকে সমতায় ফেরান। এরপর খেলা যত গড়িয়েছে ততই বুমোস-রয় বোঝাপড়া শানিত হয়েছে। ২৭ মিনিটে পেনাল্টি থেকে এটিকে মোহনবাগানের দ্বিতীয় গোল করেন বাগানের গোল মেশিন রয় কৃষ্ণা। ম্যাচের রাশ তখন বাগানের দখলে। ৩৯ মিনিটে নিজের এবং দলের তৃতীয় গোলটি করেন সেই হুগো বুমোস। প্রথমার্ধেই এটিকে মোহনবাগান এগিয়ে যায় ৩-১ গোলে।
তবে এই ম্যাচের সেরা গোল লিস্টন কোলাসোর। ৪৯ মিনিটে বিশ্বমানের গোল করলেন লিস্টন কোলাসো। ফরাসি মিডিওর পা থেকে বল পেয়ে তা রয় কৃষ্ণা বাড়িয়ে দেন লিস্টন কোলাসোর জন্য। টপ বক্সের কোন থেকে ঠান্ডা মাথায় সোয়ার্ভিং শটে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জালে পাঠান লিস্টন। অসহায় গোলকিপারের কিছু করার ছিল না। পরে ৬৯ মিনিটে কেরালের ডিয়াজ গোল করে ব্যবধান কমান।