লিটন,নুরুলের দুরন্ত লড়াই ব‍্যর্থ, বাংলাদেশকে হারিয়ে স্বস্তি ভারতের

0

◆লিটন রান আউট, উল্লাস কোহলি,অশ্বিনের◆

◆ভারত: ১৮৪-৬ (কোহলি ৬৪, রাহুল ৫০)
◆বাংলাদেশ: ১৪৫-৬ (১৬ ওভার) (লিটন – ৬০, নুরুল – ২৫ )
◆ ডাকওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জয়ী ভারত।

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এবারের টি-২০ বিশ্বকাপ যেমন অঘটনের,পাশাপাশি এমন কিছু ম‍্যাচ হচ্ছে যা ক্রিকেটার থেকে দর্শক – সবাই শেষ বল পযর্ন্ত স্নায়ুর চাপে পড়ে যাচ্ছেন। ম‍্যাচের ফল জানতে অপেক্ষা করতে হচ্ছে শেষ ওভার বা শেষ বল পযর্ন্ত। বুধবার বাংলাদেশ ও ভারত ম‍্যাচের নিস্পত্তি হতে অপেক্ষা করতে হল শেষ বল পযর্ন্ত। টানটান উত্তেজনার মধ‍্যে বাংলাদেশকে (ডাকওয়ার্থ লুইস নিয়মে) পাঁচ রানে হারিয়ে সেমিফাইনালের খুব কাছে চলে গেল ভারতীয় ক্রিকেট দল। এই জয়ের ফলে চার ম‍্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপ ২-এ শীর্ষে ভারত।

রাহুলের অর্ধশতরান,অভিনন্দন জানাচ্ছেন কোহলি

এদিন লিটন ও নুরুল যেভাবে লড়াই করলেন তাতে একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ জিততে চলেছে। কিন্তু শেষ ওভারে হার মানতে হল সাকিব বাহিনীকে। লিটন,নুরুলদের এদিনের দুরন্ত লড়াইয়ের পর হার যেমন তাদের কাছে যন্ত্রণার তেমনি বাংলাদেশের ক্রিকেটকে উজ্জীবিতও করবে তাতে কোনও সন্দেহ নেই।

এদিন সকাল থেকেই অ্যাডিলেডের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা ছিলই। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব‍্যাট করতে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ধাক্কা খায় ভারত। অধিনায়ক রোহিত শর্মা মাত্র ২ রানে আউট হন। তবে অফ ফর্মে থাকা কে এল রাহুল চাপের মুখে ঝলসে ওঠেন। ৩২ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন রাহুল। ফের অর্ধশতরান করেন বিরাট কোহলি। ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন কোহলি। ১৬ বলে ৩০ রান করেন সূর্যকুমার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত।

নুরুল হাসানের ইনিংসের একটি মুহূর্ত

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ২৭ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন লিটন দাস। ৭ ওভারে বাংলাদেশ ৬৬ রান তুলে ফেলেছিল। ঠিক সেই সময়ই বৃষ্টি নামে। ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশ তখন ১৭ রানে এগিয়ে ছিল। যদি এদিন ফের খেলা শুরু না হত তাহলে ম্যাচটা হেরেই যেত ভারত। কিন্তু রোহিতদের ভাগ‍্য সহায় থাকায় বৃষ্টি বন্ধ হলে ফের খেলা শুরু হয়।

খেলা শুরু হওয়ার পর রান আউট হয়ে যান লিটন। সেটাই হয়তো ভারতের জেতার টার্নিং পয়েন্ট। সেখান থেকে বদলে যায় খেলার গতি। একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। তবে শেষদিকে নুরুল হাসানের অনবদ‍্য লড়াই ফের বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে আনে। কিন্তু শেষ ওভারে ২০ রানের প্রয়োজন ছিল। শেষ রক্ষা আর করতে পারেননি নুরুল। পাঁচ রানে হারতে হল বাংলাদেশকে। ১৪ বলে মূল‍্যবান ২৫ রান করেন নুরুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here