ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : উল্টে দেখুন পাল্টে যাচ্ছে। ১৯৩২ সালে প্রতিষ্ঠিত কলকাতা রেফারিজ অ্যাসোসিয়েশন কয়েক বছর আগেও যেন ধুঁকছিল। এবার দারুনভাবেই ঘুরে দাঁড়াচ্ছে। এই ঘুরে দাঁড়ানোর পিছনে সংস্থার অভিজ্ঞ রেফারিরা তো আছেনই কিন্তু সামনে থেকে চমৎকার ভাবে নেতৃত্ব দিচ্ছেন সিআরএ সচিব উদয়ন হালদার। ইতিমধ্যে ট্র্যাক অনলি দুই বছরের জন্য রেফারিদের কিট স্পনসর করছে। চুক্তি হয়ে গিয়েছে। এর পাশাপাপাশি হেক্সা টিএমটি বার রেফারির তাঁবুর ডেকরেশনের দায়িত্ব নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিআরএ সংস্থার তাঁবুতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন স্পনসরের নাম ঘোষণা করলেন রেফারি সংস্থার কর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বান দত্ত সহ দুই সহসভাপতি, এক সহসচিব ও ফিনান্স কমিটির চেয়ারম্যান। ছিলেন প্রবীন রেফারি সাগর সেন, ভোলা দত্ত, সুপ্রিয় বাবু থেকে কনিকা,প্রতীক সহ নতুন এক ঝাঁক রেফারি।
আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি বলেন,”রেফারি সংস্থা আর আইএফএ একে অপরের পরিপুরক। দুটি পা। ভালভাবে সামনে এগোতে হলে দুটি পায়ের যেমন প্রয়োজন ঠিক তেমনি ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে আইএফএ ও রেফারি সংস্থাকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। এবার নানান কারণে লিগ শুরু হতে দেরি হয়েছে। তবু এই প্রতিকূলতায় রেফারিরা সঠিক সময়ে যেভাবে মাঠে গিয়ে ম্যাচ পরিচালনা করছেন তার জন্য অভিনন্দন জানাই।”
আইএফএ সচিব অনির্বান দত্ত বক্তব্য রাখতে গিয়ে রেফারিদের উদ্দেশ্যে বলেন,”এত কম সময়ে এত বেশি ম্যাচ খেলাচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই। আজ আপনাদের পাশে দাড়িয়েছে স্পনসররা। এর কৃতিত্ব আপনাদের। আপনাদের নিষ্ঠা,দায়বদ্ধতার জন্যই স্পনসররা এগিয়ে এসেছে। এটা ইতিবাচক দিক। এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কথা দিয়ে যাচ্ছি,ম্যাচ খেলাতে গিয়ে ভয় পাবেন না। ঘাবড়াবেন না। আপনাদের আদর্শ থেকে সরে যাবেন না। যেভাবে নিরপেক্ষতার সঙ্গে ম্যাচ খেলিয়ে যাচ্ছেন সেই ভাবেই খেলান। কোনও ভয়ের কারণ নেই। আইএফএ সব সময় আপনাদের প্রতিটি সদস্যদের পাশে থাকবে। আপনারা নিশ্চিতে ম্যাচ খেলান”।
আইএফএ সহসভাপতি স্বরূপ বিশ্বাস বলেন,”রেফারি সংস্থার সচিব ডায়নামিক। এখন যেকোনও ক্ষেত্রে স্পনসর পাওয়া কঠিন। তার মধ্যে থেকেও রেফারিরা স্পনসর পেয়ে গেল তার জন্য উদয়নদাকে ধন্যবাদ জানাই। আমরা সিআরএরের পাশেই আছি।”
প্রসঙ্গত উল্লেখ্য, অতীতে উদয়ন হালদার যখন সিআরএ সচিব ছিলেন তখন তাঁর হাত ধরেই পিনকন স্পনসর করেছিল। পরে তাঁর জমানায় দুই বছরের জন্য এসেছিল আর্টেজ। এবারও সেই উদয়ন হালদারের প্রচেষ্টায় এল দুদুটি স্পনসর। এই দুটি স্পনসর ছাড়াও একটি নতুন স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রফ সিআরএ-র পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
সিআরএ সচিব উদয়ন হালদার ‘ইনসাইড স্পোর্টস’কে জানান,”আমাদের সংস্থার প্রতিটি সদস্য এই কৃতিত্বের ভাগিদার। একজন কিছু করতে পারে না। সংস্থার প্রসারের জন্য সবাই এক হয়ে, সম্মিলিতভাবে এগিয়ে এসেছে বলেই ভাল কিছু শুরু করা হল। আইএফএ কর্তারা পাশে না থাকলে আমরা ঘুরে দাঁড়াতে পারব না। আশাকরি আমরা সবাই ভবিষ্যতেও এই ভাবেই একসঙ্গে এগিয়ে যেতে পারব”।