◆ম্যাচ কমিশনারকে দেবজিতের গলা ধাক্কা দেওয়ার সেই মুহুর্ত◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : এক বছরের জন্য নির্বাসিত দেবজিৎ ঘোষ। রেফারি নিগ্রহ ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় রেনবো ক্লাবের কোচ দেবজিৎ ঘোষকে এক লক্ষ টাকা জরিমানা সহ এক বছরের জন্য নির্বাসনে পাঠাল আইএফএ।
প্রসঙ্গত উল্লেখ্য,গত মাসে প্রিমিয়ার ডিভিশনের খেলায় পুলিশ এসির বিরুদ্ধে রেফারিকে গালাগাল এবং ম্যাচ কমিশনার সুব্রত সাহাকে গলা ধাক্কা দেওয়ার অপরাধে বৃহস্পতিবার আইএফএ-এর শৃংখলারক্ষা কমিটি দেবজিৎ ঘোষকে এই শাস্তি দিয়েছে। এই শাস্তি ঘোষণার সময় আইএফএ-এর পক্ষ থেকে জানানো হয়, দেবজিৎ যদি এক লক্ষ টাকা জরিমানা না দেন তাহলে নির্বাসনের মেয়াদ বেড়ে সেটা দুই বছর হবে।
ভারতের প্রাক্তন ফুটবলার ও রেনবোর কোচ দেবজিৎ ঘোষের রেফারি নিগ্রহর ঘটনার পর বাংলার ফুটবল মহলে নিন্দার ঝড় ওঠে। সোসাল মিডিয়ার মাধ্যমে দেবজিতের কড়া শাস্তির দাবি জানান ফুটবল মহল। দেবজিতের রেফারি নিগ্রহের ভিডিও ক্লিপিং সহ রিপোর্ট আইএফএতে জমা দিয়েছিল কলকাতা রেফারি সংস্থা। এদিন আইএফএ-এর শৃংখলারক্ষা কমিটির সামনে এসে নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চান দেবজিৎ। তাতেও তাঁর মুক্তি মেলেনি। তার জঘন্য আচরণের জন্য কড়া হাতেই শাস্তি দিল আইএফএ।