রূপঙ্করের ৫ গোল, হাওড়া টাউনের ৮ গোল,জিতল অনুশীলনী

0

◆অনুশীলনীর দুই গোলদাতা বিজয় মন্ডল ও শান্তনু সিং◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মার্কাস ক্লাবকে ৮ -২ গোলে হারাল হাওড়া টাউন ক্লাব। বুধবার টাউন মাঠে কলকাতা লিগের পঞ্চম ডিভিশনের ‘এ’গ্রুপের ম‍্যাচে মার্কাসকে গোলের মালা পরালো হাওড়া টাউন ক্লাব। হ‍্যাটট্রিক সহ পাঁচ-পাঁচটি গোল করেছেন রূপঙ্কর সরকার। প্রতীক চ‍্যাটার্জি,আদিত‍্য হাজরা ও সেখ মেহেবুব হাসান একটি করে গোল করেছেন। মার্কাস ক্লাবের হয়ে একটি করে গোল করেছেন সুগত কাঞ্জি ও কল্পদীপ। যদিও হাওড়া টাউনের দাবি ম‍্যাচের ফলাফল ৯ -২। কিন্তু সিআরএ থেকে এই ম‍্যাচের ফলাফল উল্লেখ করা হয়েছে ৮-২।

হাওড়া টাউন ক্লাবের ফুটবল দল

এদিন প্রথম ডিভিশনেও একটি হ‍্যাটট্রিক করেছেন আর্মি রেডের সৌরভ। আর্মি ৬-০ গোলে হারিয়েছে হাওড়া ইউনিয়নকে। সৌরভ ছাড়াও রাহুল দুটি ও এম সিং একটি গোল করেছেন। অনুশীলনী ২-১ গোলে হারিয়েছে বড়িশা স্পোর্টিংকে। অনুশীলনীর হয়ে গোল করেছেন বিজয় মন্ডল ও শান্তনু সিং। বড়িশার গোলদাতা শঙ্কর ওঁরাও। ডায়মন্ড হারবার এফসি ও বিএন আর ম‍্যাচ গোলশূন‍্য ভাবে শেষ হয়। সালকিয়া ও ইউনাইটেড স্টুডেন্ড ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়েছে। ব্রহ্ম রায়ের করা একমাত্র গোলে সিটি ক্লাব ১-০ গোলে হারায় মৌরি স্পোর্টিংকে। ক‍্যালকাটা পোর্ট ট্রাস্ট ২-০ গোলে হারায় ঐক‍্য সম্মিলনীকে। গোলদাতা সুমিত ঘোষ ও ঝন্টু প্রসাদ।

তৃতীয় ডিভিশনের খেলায় কাশিপুর সরস্বতী ক্লাব ২-০ গোলে হারায় কুমারটুলিকে। গোলদাতা সৌরভ মোদক ও শুভজিৎ রায়। অ‍্যালবার্ট স্পোর্টিং ৩-০ গোলে হারায় বেহালা ইয়ুথ অ‍্যাসোসিয়েশনকে। প্রীতম বিশ্বাস দুটি ও সুমিত সরকার একটি গোল করেন। গরলগাছা স্পোর্টিং ও কালিঘাট ক্লাব ম‍্যাচ গোলশূন‍্যভাবে শেষ হয়।

পঞ্চম ডিভিশনের ‘এ’ গ্রুপের খেলায় তপন মেমোরিয়াল ও পাঞ্জাব স্পোর্টস ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়। প্রিন্স মন্ডলের গোলে বানীনিকেতন ১-০ গোলে হারায় স‍্যার গুরুদাস ইনস্টিটিউটকে। ওয়েস্ট বেঙ্গল অ‍্যাসোসিয়েশন অফ ডেফ ও বালিগঞ্জ ইনস্টিটিউট ম‍্যাচ ১-১ গোলে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here