রিম্পার হ‍্যাটট্রিক, ৮ গোলে জিতল বাংলা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বড় ব‍্যবধানের জয় দিয়ে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা অভিযান শুরু করল বাংলার মহিলা ফুটবল দল। বুধবার অসমের দিমাকুচি স্টেডিয়ামে রাজস্থানকে ৮-০ গোলে হারাল বাংলা। রিম্পা হালদার হ‍্যাটট্রিক করেন।

এদিন ম‍্যাচের শুরু থেকেই বাংলা ছিল আক্রমণাত্মক। দুর্বল রাজস্থান দলের ফুটবলাররা কোনও সময়ের জন‍্য ম‍্যাচ নিজেদের দখলে রাখতে পারেনি।

এবারের কন‍্যাশ্রী কাপে সবাইকে চমকে দিয়েছিলেন পলাশিপাড়ার হাঁসপুকুরিয়া গ্রামের রিম্পা। তার অসাধারণ পারফরমেন্সের জন‍্য বাংলার কোচ ভ্রমর দত্ত দেবনাথের নজর ছিল রিম্পার উপরে। বাংলা দলের অধিনায়ক হিসেবে রিম্পাকে বেছে নিয়েছেন অনূর্ধ্ব-১৭ বাংলা দলের কোচ ভ্রমর। রিম্পা এদিন তিন-তিনটি গোল করলেন। বাংলার হয়ে সোনালী সোরেন দুটি এবং রিনা বর্মন,সুলাঞ্জনা রাউল ও সারজিদা খাতুন একটি করে গোল করেন। ম‍্যাচের সেরা হয়েছেন রিম্পা হালদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here