সংক্ষিপ্ত স্কোর
ভারত – ২৭২/৩
কে এল রাহুল – ১২২/মায়াঙ্ক ৬০ ,পুজারা – ০/বিরাট – ৩৫/রাহানে – ৪০
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৬ ডিসেম্বর : দুরন্ত ছন্দে আছেন ভারতের ওপেনার কে এল রাহুল। রবিবার সেঞ্চুরিয়ান পার্কে দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ভারত চালকর আসনে। মূলত রাহুল ও মায়াঙ্কের ব্যাটিংয়ের উপর ভর করে শুরুটা চমৎকার করে ভারত। প্রথম দিনের শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ২৭২ রান করেছে। ক্রিজে আছেন কে এল রাহুল (১২২} ও অজিঙ্ক রাহানে (৪০)।
এদিনের শতরান নিয়ে টেস্টে সপ্তম শতরান করলেন কে এল রাহুল। গত অগস্টে লর্ডসের শতরানের পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করলেন রাহুল। তবে চেতেশ্বর পুজারা (০) ব্যর্থ হয়েছেন। টেস্ট অধিনায়ক বিরাট কোহলি মাত্র ৩৫ রানে আউট হয়েছেন। এবারও বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ বিরাট।
এদিন, সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। চার পেসারে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম সেশনে ভারতের কোনও উইকেট নিতে পারেননি দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা, লুনগি এনগিডিরা। বরং বোলিং আক্রমণকে ভোঁতা করে দুরন্ত পার্টনারশিপ খেললেন রাহুল-মায়াঙ্ক।
তবে যাঁর খেলা নিয়ে এতদিন ধরে প্রশ্ন উঠেছিল, সেই অজিঙ্ক রহাণেও দিনের শেষে আশা জাগালেন। ৪০ রানে ব্যাট করছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে একাই তিনটি উইকেট নিয়েছেন লুনগি এনগিডিরা।