রাজ‍্য হকি চ‍্যাম্পিয়নশিপে সেরা হাওড়া জেলা

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২১ ডিসেম্বর : গত বছর সেরার স্বীকৃতি না পেলেও এবছর দাপটের সঙ্গে লড়াই করেই রাজ‍্য হকি চ‍্যাম্পিয়নশিপে চ‍্যাম্পিয়ন হল হাওড়া জেলা। এদিন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নাদন ঘাটের ফাইনাল ম‍্যাচে হাওড়া টাইব্রেকারে (২-১) উত্তর চব্বিশ পরগনাকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হল। ম‍্যাচের সেরা হয়েছেন হাওড়ার গোলরক্ষক শান্তনু কুজুর।

হকির সোনালী অতীতকে ফেরাতে রাজ‍্য হকি সংস্থার কর্তারা চেষ্টা করছেন। সেই চেষ্টা কতটা সফল হবে তা সময় বলবে। তবে জেলার হকিকে আরও আকর্ষণীয় করতে বদ্ধপরিকর কর্তারা। আগামী বছর থেকে রাজ‍্য হকি চ‍্যাম্পিয়নশিপকে আরও জমকালো করতে চান রাজ‍্য হকি সংস্থার সভাপতি স্বপন ব‍্যানার্জি। তবে এই চ‍্যাম্পিয়নশিপ সফল করার ক্ষেত্রে রাজ‍্যের মন্ত্রী স্বপন দেবনাথের অগ্রণী ভূমিকা আছে।

কোভিডের প্রভাব কিছুটা স্বাভাবিক হতেই এবার ১২টা জেলা নিয়ে এই রাজ‍্য হকি চ‍্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল। এদিন ফাইনালে উপস্থিত ছিলেন অলিম্পিয়ান গুরবক্স সিং,মন্ত্রী স্বপন দেবনাথ, বিওএ-এর সভাপতি ও রাজ‍্য হকি সংস্থার সভাপতি স্বপন ব‍্যানার্জি, বিধায়ক রবি চ্যাটার্জি প্রমুখ।
হাওড়া জেলার হকি সচিব আর এন পাত্র জানান,”আমাদের জেলার হকি দল ক্রমশ উন্নতি করছে। রাজ‍্য জুনিয়র চ‍্যাম্পিয়নশিপেও আমাদের জেলা সেমিফাইনালে পৌঁছে হেরে গেলেও সিনিয়র বিভাগে চ‍্যাম্পিয়ন হতে পারলাম। গত বছর আমরা রানার্স হয়েছিলাম। কর্তাদের সঙ্গে কথা বলে জেলা ক্রীড়া সংস্থার বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের চ‍্যাম্পিয়ন হকি দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here