রাজ‍্য জুড়ে ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ ঘিরে উন্মাদনা

0

◆ফাইল ছবি◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রাজ‍্যে খেলাধূলার প্রসার ও প্রচারকে লক্ষ‍্য রেখে গত বছর মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের অনুপ্রেরণায় ১৬ অগাস্ট শুরু হয়েছিল ‘খেলা হবে দিবস’। প্রথম বছর এই ‘খেলা হবে দিবস’ -এ যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছিল। এই বছরও মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের অনুপ্রেরণায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সক্রিয় উদ‍্যোগে ১৬ অগাস্ট হতে চলেছে ‘খেলা হবে দিবস’।

গত বছর ‘খেলা হবে দিবস’ ঘোষণার সময়। নেতাজি ইন্ডোরে। (ফাইল ছবি)

আজ,রবিবার সন্ধ‍্যায় আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি এই মর্মে এক সাংবাদিক সম্মেলনে জানান,”খেলাধূলার প্রসারের জন‍্য মুখ‍্যমন্ত্রীর অনুপ্রেরণায় গত বছর রাজ‍্য সরকার শুরু করেছে ‘খেলা হবে দিবস’। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৬ অগাস্ট আইএফএ অনুমোদিত ৩০৮টি ক্লাব এই ‘খেলা হবে দিবস’ পালন করবে। রাজ‍্য সরকারের খেলাধূলার অগ্রগতির প্রচেষ্টায় স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে আইএফএ। একই সঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও ভীষন ভাবে এই দিবস সফল করার ক্ষেত্রে উদ‍্যোগী হয়েছেন।”

‘খেলা হবে দিবস’ নিয়ে সাংবাদিক সম্মেলন করছেন আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি। রবিবার সন্ধ‍্যায় আইএফএ অফিসে

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের মতো এই বছরও অনুমোদিত ৩০৮ টি ক্লাবকে ১৫ হাজার করে টাকা দিচ্ছে রাজ‍্য সরকার। এই ব‍্যাপারে আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি জানান,”এখনও পযর্ন্ত আমাদের কাছে ১৯০ টি ক্লাব আবেদন করেছে। বাকি ক্লাব গুলিও আশাকরি আবেদন করে তাদের ব‍্যঙ্ক ডিটেলস পাঠাবে।”

আগামী ১৬ অগাষ্ট রাজ‍্য জুড়ে শুধুই খেলা আর খেলা। যা বাংলার ক্রীড়া জগতে ভাল বিজ্ঞাপন। তবে মন খারাপ জেলা ক্রীড়া সংস্থাগুলির। এবার তারা অনুদান পাচ্ছে না। তবে রাজ‍্য সরকারের এই প্রকল্পে আন্তরিকভাবে সামিল হচ্ছে জেলা। ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ পালন করবে যথাযথ ভাবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here