ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : অষ্টম রাজ্য গেমসে চ্যাম্পিয়ন হল হাওড়া জেলা। সোমবার রাজ্য গেমসের শেষ দিনে হুগলিকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হল হাওড়া জেলা। রানার্স হয়েছে হুগলি।
মহিলা বিভাগে সাঁতারে ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাইতে সোনা জিতলেন নিলবজা ঘোষ। ওয়াটার পোলোতে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা রেড এবং রানার্স হয়েছে দক্ষিন ২৪ পরগণা।
হরিনঘাটার ম্যাকাউট কমপ্লেক্সে অনুষ্ঠিত চারদিন ব্যাপী এই প্রতিযোগিতায় কবাডির পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হল বালি যুবক সমিতি, রানার্স হয় উত্তর ২৪ পরগনা। মহিলাদের কবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে হুগলি এবং রানার্স হয়েছে এস বি কবাডি। নেট বলে চ্যাম্পিয়ন হয়েছে উত্তর ২৪ পরগনা এবং রানার্স হয়েছে নদিয়া। থ্রো বলে চ্যাম্পিয়ন হয়েছে দার্জিলিং এবং রানার্স হয়েছে নদিয়া।
আরসিজিসি ময়দান টেন্টে অনুষ্ঠিত লন বলের মহিলাদের সিঙ্গলসে সোনা জিতলেন রিমা পাবা, রুপো আঁচল মালহোত্রার। যুগ্মভাবে ব্রোঞ্জ পেলেন মনীষা শ্রিবাস্তব ও বিনা শাহ। পুরুষদের সিঙ্গলসে সোনা জিতলেন আগ্নেশ বর্মা, রুপ জেতেন সৌমেন ব্যানার্জী এবং যুগ্মভাবে ব্রোঞ্জ পেয়েছেন বসন্ত রামপুরিয়া ও সামিত মালহোত্রা। পুরষদের জুটিতে সোনা জিতেছেন সামিত মালহোত্রা ও কামাল শর্মা, রুপো জিতেছে চন্দন শ্রফ ও মনোজ শর্মা, যুগ্মভাবে ব্রোঞ্জ জিতেছেন দেবেশ শ্রিবাস্তব ও আনশুমান ফোগলা এবং সঞ্জয় লাখটিয়া ও অর্জুন ডাইং জুটি। মহিলাদের জুটিতে সোনা জিতেছে মনীষা শ্রিবাস্তব ও আঁচল মালহোত্রা জুটি, রুপো জেতেন বিনা শাহ ও কিঞ্জল শাহ এবং যুগ্নভাগে ব্রোঞ্জ জেতেন রেনু কাজারিয়া ও ইয়াশ্রী কাজারিয়া এবং রিমা পাওয়া ও শশি ছাব্রা জুটি।
এদিন গেমসের শেষ দিনে ম্যাকউট কমপ্লেক্সে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য কর্তারা। এদিন গেমস সংগঠনের জন্য রাজ্য সরকারের অনুদান মুল্য বাড়ানোর জন্য ক্রীড়ামন্ত্রীর কাছে অনুরোধ করেন বিওএ-এর সভাপতি সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। আগামী বছর আরও বড় করে রাজ্য গেমস করতে চায় বলে জানিয়েছেন বিওএ সচিব জহর দাস।