ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মাঠের বাইরেও,বাপি বাড়ি যা’-র ঢংয়ে ‘ব্যাট’ করলেন সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীথরনের বায়োপিকের প্রচার মঞ্চ থেকে নেমে নিন্দুকদের পাল্টা জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি।
কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়ে মেদিনীপুরে স্টিল প্ল্যান্ট কারখানার ঘোষণা করার পর থেকে সৌরভের সমালোচনা চলছে সর্বত্র। সৌরভকে কড়া আক্রমণ করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে সোসাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। এদিন এই বিষয়ে প্রশ্ন করতেই মাঠের সেই চেনা সৌরভকে দেখা গেল।
“আমি কাউন্সিলর নই, বিধায়ক নই, সাংসদ নই। রাজনীতি নিয়ে আমার কোনও আগ্রহ নেই। আমি একজন খেলার জগতের মানুষ। আমি স্বতন্ত্র ব্যক্তি। আমার যেখানে ইচ্ছে হবে সেখানে যাব। বিভিন্ন দেশ থেকে আমার কাছে আমন্ত্রণপত্র পেয়ে থাকি। আমার কোনও রাজনৈতিক অ্যাজেন্ডা নেই। আমি চিরকাল খেলাধুলো নিয়ে থাকলেও আমার পরিবার কিন্তু ব্যবসায়ী পরিবার। ৫০-৫৫ বছর আগে বাংলাতেই ছোট ব্যবসা শুরু করেছিলেন আমার ঠাকুরদা। সেই সময় রাজ্য সরকার সমর্থন করেছিল। এই রাজ্য সব সময়েই ব্যবসার জন্য গোটা বিশ্বকে আমন্ত্রণ জানায়।”
হঠাৎ স্পেনে কেন ঘোষণা? এই বিষয়ে স্টেপ আউট করে সৌরভের জবাব,”স্পেন না হয়ে দিল্লি বা কলকাতা হলেও একই কথা বলতাম। অনেকেই জানন না, ২০০৭ সালে একটা ছোট স্টিল প্ল্যান্ট দিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। এই স্টিল প্ল্যান্ট তৈরি হলে কাজের সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রী আমাকে সাহায্য করছেন।”