◆শিলিগুড়ির এই রাস্তার নতুন নাম হতে যাচ্ছে ‘মোহনবাগান অ্যাভিনিউ’ ◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১ এপ্রিল : শিলিগুড়ি শহর মানেই ইস্টবেঙ্গলের গড়। আর সেই শহরেই মোহনবাগান ক্লাবের নামে একটি রাস্তার নামকরণ হতে চলেছে। স্বাভাবিক ভাবেই সবুজ-মেরুন শিবিরে খুশির হাওয়া। আগামীকাল,রবিবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহানন্দা নদীর পাশে নীরঞ্জন ঘাটের ডানদিক থেকে সূর্যসেন পার্ক পযর্ন্ত বিস্তৃত রাস্তাটিই ‘মোহনবাগান অ্যাভিনিউ’ নামকরণ হতে চলেছে। এই রাস্তার নামকরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত সহ বেশ কিছু কর্মকর্তাও।
প্রসঙ্গত উল্লেখ্য, শিলিগুড়ি শহর ইস্টবেঙ্গলের শহর হলেও সেখানেও মোহনবাগানের ফ্যানস ক্লাব আছে। গোটা উত্তরবঙ্গে মোহনবাগানের সরকারি প্রতিনিধি হলেন শিলিগুড়ির মহানন্দা ক্লাবের অন্যতম কর্তা অরূপ মজুমদার। তিনি আবার মোহনবাগান ক্লাবের কর্মসমিতির সদস্যও। এই শিলিগুড়ি শহরের ফ্যানস ক্লাব ‘শিলিগুড়ি মেরিনার্স’ – এর সদস্যরা শিলিগুড়ি পুরনিগমে নিজেদের ক্লাবের নামে রাস্তার প্রথম আবেদন করেছিলেন। তারা এই বিষয়ে মেয়র গৌতম দেবকে চিঠিও দিয়েছিলেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে মোহনবাগান সদস্য-সমর্থকদের। তবে শুধু মোহনবাগান নয়, অদুরভবিষ্যতে ইস্টবেঙ্গলের নামেও রাস্তার নাম করণ হবে এই শিলিগুড়ি শহরে।
গত ৩০ মার্চ এক সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেব জানিয়েছিলেন,”শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের নামে রাস্তা হবে,এটা শিলিগুড়ি শহরের জন্য গর্বের। সবাই এই অনুষ্ঠানে সামিল থাকুন। আমরা মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের নামেও রাস্তা করছি। ইস্টবেঙ্গলের কর্তাদের সঙ্গে আলোচনা চলছে।” শোনা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন একটি রাস্তা ইস্টবেঙ্গলের নামে হবে।