রবিবার মালদহে অনূর্ধ্ব-১২ ফুটবল ফাইনাল,মুখোমুখি নদীয়া-হুগলি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৪ এপ্রিল : আগামী রবিবার মালদহ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ আন্তঃজেলা ফুটবলের ফাইনালে মুখোমুখি হতে চলেছে নদীয়া ও হুগলি। আজ সকালে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে উত্তর ২৪ পরগনা জেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে নদীয়া জেলা দল। জয়সূচক গোল করে ম‍্যাচের সেরা হয়েছে ইয়াসুদ মন্ডল।

হুগলির ম‍্যাচের সেরা সায়ন দাসকে ঘিরে কর্তারা

আর আজ বিকেলে , দ্বিতীয় সেমিফাইনালে শিলিগুড়িকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল হুগলি জেলা দল। সৌম‍্যজিৎ শীল ও সায়ন দাস একটি করে গোল করে। ম‍্যাচের সেরা হয়েছে হুগলির সায়ন। রবিবার বিকেল চারটের সময় ফাইনালে মুখোমুখি হবে নদীয়া ও হুগলি।

ম‍্যাচ দেখছেন মালদহ জেলা ক্রীড়া সংস্থার সচিব কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সঙ্গে আইএফএ সহসভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি,ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সচিব দেবব্রত সাহা প্রমুখ

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতরের আর্থিক সহায়তায় ও আই এফ এ-র পরিচালনায় অনুর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব – ১৭ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার ব‍্যবস্থা করা হয়েছে। লক্ষ‍্য একটাই জেলা থেকে প্রতিভাবান ফুটবলির তুলে আনা।

গরমে খেলার ফাঁকে গ্লুকোজ দিয়ে গলা ভেজাচ্ছে ফুটবলাররা

দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম‍্যাচের দায়িত্ব পেয়ে এখনও পর্যন্ত সফল মালদা জেলা ক্রীড়া সংস্থা। এই সংস্থার সচিব কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী গুরুত্ব সহকারে এই অনূর্ধ্ব-১২ আন্তঃজেলা ফুটবলের শেষ তিনটি ম‍্যাচ পরিচালনা করছেন। প্রচন্ড গরমে ফুটবলাররা যাতে শারীরিকভাবে সুস্থ থেকে ম‍্যাচ খেলতে পারে তার সবরকম ব‍্যবস্থা রেখেছে মালদহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। আইএফএ-এর সহসভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি মালদহে থেকে ম‍্যাচ তদারকি করছেন ভালভাবেই। ফুটবলার,রেফারিদের থাকার সুব‍্যবস্থাপনায় সদা সতর্ক ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সচিব দেবব্রত সাহা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here