ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৪ এপ্রিল : আগামী রবিবার মালদহ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ আন্তঃজেলা ফুটবলের ফাইনালে মুখোমুখি হতে চলেছে নদীয়া ও হুগলি। আজ সকালে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে উত্তর ২৪ পরগনা জেলাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে নদীয়া জেলা দল। জয়সূচক গোল করে ম্যাচের সেরা হয়েছে ইয়াসুদ মন্ডল।
আর আজ বিকেলে , দ্বিতীয় সেমিফাইনালে শিলিগুড়িকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল হুগলি জেলা দল। সৌম্যজিৎ শীল ও সায়ন দাস একটি করে গোল করে। ম্যাচের সেরা হয়েছে হুগলির সায়ন। রবিবার বিকেল চারটের সময় ফাইনালে মুখোমুখি হবে নদীয়া ও হুগলি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দফতরের আর্থিক সহায়তায় ও আই এফ এ-র পরিচালনায় অনুর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব – ১৭ আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। লক্ষ্য একটাই জেলা থেকে প্রতিভাবান ফুটবলির তুলে আনা।
দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের দায়িত্ব পেয়ে এখনও পর্যন্ত সফল মালদা জেলা ক্রীড়া সংস্থা। এই সংস্থার সচিব কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী গুরুত্ব সহকারে এই অনূর্ধ্ব-১২ আন্তঃজেলা ফুটবলের শেষ তিনটি ম্যাচ পরিচালনা করছেন। প্রচন্ড গরমে ফুটবলাররা যাতে শারীরিকভাবে সুস্থ থেকে ম্যাচ খেলতে পারে তার সবরকম ব্যবস্থা রেখেছে মালদহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা। আইএফএ-এর সহসভাপতি বিশ্বজিৎ ভাদুড়ি মালদহে থেকে ম্যাচ তদারকি করছেন ভালভাবেই। ফুটবলার,রেফারিদের থাকার সুব্যবস্থাপনায় সদা সতর্ক ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সচিব দেবব্রত সাহা।