◆প্রতিযোগীদের শারীরিক ওজন পরিক্ষার একটি মুহূর্ত। শনিবার যুবভারতীতে◆
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : রবিবার সকাল দশটা থেকে শহর কলকাতায় শুরু হতে চলেছে জাতীয় দেহ সৌষ্ঠব (বডি বিল্ডিং ) প্রতিযোগিতা। দীর্ঘ দুই দশক পরে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হতে চলেছে এই জাতীয় স্তরের দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা।
ইতিমধ্যে বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা শহরে পৌঁছে গিয়েছেন। আজ,শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের যুব আবাসে সকল প্রতিযোগীর (ক্যাটাগরি অনুযায়ী) দেহের ওজন পরীক্ষা করে নেওয়ার কাজ শেষ হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রতিযোগিতায় অংশ নিতে ২৫০ জন প্রতিনিধি পৌঁছে গিয়েছেন। বাংলার ছেলে-মেয়েরাও ছাড়াও অসম,মনিপুর,বিহার, মিজোরাম, নাগাল্যান্ড সিকিম সহ অন্য রাজ্য থেকে প্রতিযোগীরা এসেছেন।
ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব সুদীপ্ত সেনগুপ্ত বলেন,”আমাদের মূল প্রতিযোগিতা রবিবার সকাল থেকে। আজ (শনিবার) সকাল থেকে অংশ নিতে যাওয়া সকল প্রতিযোগীর যাবতীয় ফর্ম্যালিটির কাজ হয়েছে। দিল্লি থেকে ইতিমধ্যে পদাধিকারীরা কলকাতায় পৌঁছে গিয়েছেন। গত দুই দশক পর দেহ সৌষ্ঠবের জাতীয় স্তরের প্রতিযোগিতা কলকাতায় হতে চলেছে। আশাকরি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এই প্রতিযোগিতায় বাংলার ছেলে-মেয়েরা ভাল ফল করবে।”
সংস্থার সভাপতি স্বপন (বাবুন) ব্যানার্জি আইওএ এবং হকির বৈঠকে যোগ দিতে দিল্লিতে আছেন। শনিবার রাতেই কলকাতা ফিরে যাবেন। ফোনে যোগাযোগ করলে স্বপন ব্যানার্জি বলেন,”বহু বছর পর এই প্রতিযোগিতা কলকাতা শহরে করতে পারছি। খুব ভালভাবে প্রতিযোগিতাটি করতে আমরা মরিয়া।”
এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী শোভন দেব চ্যাটার্জি ও স্নেহাশিস চক্রবর্তী প্রমূখ।