রনজি ট্রফিঃ হরিয়ানাকে হারিয়ে শীর্ষে বাংলা

0

◆অধিনায়ক মনোজের সঙ্গে কোচ লক্ষ্মীরতন শুক্লা (ফাইল ছবি)◆

◆সংক্ষিপ্ত স্কোর◆
▪বাংলা ( প্রথম ইনিংস – ৪১৯ অনুষ্টুপ – ১৪৫,প্রদীপ্ত প্রামানিক – ৩৭)
▪হরিয়ানা – (প্রথম ইনিংস) – ১৬৩, (দ্বিতীয় ইনিংস) – ২০৬ চৈতন‍্য বিষ্ণই – ৫৫,যুবরাজ সিং – ৭৮ আকাশ দীপ – ৫/৫১,ইশান পোড়েল – ২/৪২. মুকেশ – ৩/৬২)
▪বাংলা এক ইনিংস ও ৫০ রানে জয়ী

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২০ ডিসেম্বর : গতকালই জয়ের দোড়গোড়ায় পৌঁছে গিয়েছিল বাংলা। আজ মধ‍্যাহৃভোজনের আগেই হরিয়ানাকে এক ইনিংস ও ৫০ রানে হারিয় রনজি ট্রফির এলিট গ্রুপ ‘এ’-র শীর্ষে(৬ ম‍্যাচে ৩২ পয়েন্ট) লক্ষ্মীরতন শুক্লার বাংলা দল। দুই ইনিংসে পাঁচটি করে মোট ১০ উইকেট নিয়ে ম‍্যাচের সেরা আকাশ দীপ।

ম‍্যাচের সেরা আকাশ দীপ

এই ম‍্যাচে বাংলার পেস আক্রমণ হরিয়ানাকে সব সময় কোনঠাসা করে রেখেছিল। আপাতত দুরন্ত ছন্দে বাংলা। বাংলার ৪১৯ রানের জবাবে হরিয়ানা প্রথম ইনিংস শেষ হয় ১৬৩ রানে। বাংলা ফলো অন করিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়ে হরিয়ানা। যুবরাজ সিং (৭৮) ও চৈতন‍্য বিষ্ণই (৫৫) ছাড়া হরিয়ানার বাকি ব‍্যাটাররা লড়াই করতে পারেননি।
গতকাল ৭ উইকেটে ১৭৭ রান করেছিল। আর আজ ম‍্যাচের শেষ দিনে ২০৬ রানেই অল আউট হয়ে যায়।

বাংলা দলের তিন পেসার – মুকেশ,ইশান ও আকাশ

বাংলা দলের আকাশ দীপ দুরন্ত বোলিং করলেন। প্রথম ও দ্বিতীয় ইনিংসে পাঁচটি করে মোট ১০টি উইকেট নিয়ে ম‍্যাচের সেরা হয়েছেন। মুকেশ কুমার ৩টি ও ইশান পোড়েল ২টি উইকেট নিয়েছেন। এই ম‍্যাচ থেকে ৭ পয়েন্ট ঘরে তুলল বাংলা।

জয়ের শেষে বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন,”খুব ভাল জয়। তবে এখনই আনন্দ করার সময় নয়। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। আমাদের এখনও অনেক দুর যেতে হবে। আমরা যেভাবে একটা দল হিসেবে খেলছি,বাকি ম‍্যাচ গুলোতেও সেই ভাবে খেলে সেরাটা মাঠে দিতে চাই।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here