রনজি ট্রফিঃ রানের পাহাড় গড়ে ফাইনালের পথে বাংলা

0

◆সংক্ষিপ্ত স্কোর◆

◆বাংলা – ৪৩৮ ও ২৭৯/৯ ▪ মধ‍্যপ্রদেশ (প্রথম ইনিংস )- ১৭০
(অনুষ্টুপ – ৮০, প্রদীপ্ত প্রামানিক – ৬০*,সুদীপ – ৪০ ◆ সারানস জৈন – ৬/১০৩, কুমার কার্তিকেয়া – ৩/৬৩)
◆চতুর্থ দিনের শেষে বাংলা ৫৪৭ রানে এগিয়ে

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১১ ফেব্রুয়ারি : বড় ধরনের অঘটন না ঘটলে বাংলার কাছে এবারের রনজি ট্রফির ফাইনালে পৌঁছনোটা শুধু সময়ের অপেক্ষা। মধ‍্যপ্রদেশের বিরুদ্ধে চতুর্থ দিনের শেষে বাংলা রানের পাহাড়ে। ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না। কিন্তু চন্দ্রকান্ত পন্ডিতের দলের সামনে যে লক্ষ‍্যমাত্রা (এখনও পযর্ন্ত ) তৈরি হয়েছে তা খুবই কঠিন। সেই রানের পাহাড় টপকে ম‍্যাচ জিতবে মধ‍্যপ্রদেশ এটা ভাবতেই হোঁচট খেতে হচ্ছে।

চতুর্থ দিনে পিচ তার চরিত্র বদলেছে। বল নিচু হয়ে ব‍্যাটে আসছে। স্পিনাররা সাহায‍্য পাচ্ছে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসেও চমৎকার ব‍্যাট করলেন বাংলা দলের ‘মিস্টার ডিপেন্ডবল’ অনুষ্টুপ মজুমদার। ঠান্ডা মাথা ৮০ রানের ইনিংস খেলে গেলেন। যে ভাবে খেলছিলেন তাতে দ্বিতীয় ইনিংসে শতরান করেই ফেলতেন। কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তে এলবিডব্লিউ হয়ে বিরক্তি প্রকাশ করে সাজঘরে ফিরে যান অনুষ্টুপ।

সুদীপ ঘরামি দায়িত্বের সঙ্গে ৪০ রানের ইনিংস খেলেন। অধিনায়ক মনোজ তিওয়ারি ১৫ রানে আউট হলেও প্রদীপ প্রামানিক অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেছেন। সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের শেষে বাংলা ৯ উইকেটে ২৭৯ রান করেছে। এগিয়ে আছে ৫৪৭ রানে। আগামীকাল ম‍্যাচের শেষ দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here