রনজি ট্রফিঃ ব‍্যাটিং বিপর্যয়, কাঁপছে বাংলা

0

◆উত্তরপরদেশ (প্রথম ইনিংস ) – ১৯৮ (রিঙ্কু সিং – ৭৯,প্রিয়ম গর্গ – ৫৩, ইশান পোড়েল ৫/৩৫)

◆বাংলা (প্রথম ইনিংস ) – ২৯/৪ (১১ ওভার)

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৩ ডিসেম্বর : পেস বোলার সহায়ক উইকেটে শুরুটা ভালই করেছিল বাংলা। ইশান পোড়েল ও প্রীতম চক্রবর্তীর দুরন্ত বোলিংয়ে উত্তরপ্রদেশের ইনিংস ১৯৮ রানেই শেষ। তবুও রনজি ম‍্যাচের প্রথম দিনের শেষে মাত্র ২৯ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে বাংলা।

মঙ্গলবার ইডেনে টস জিতে প্রতিপক্ষ উত্তরপ্রদেশকে ব‍্যাট করতে পাঠান বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। উইকেটে ঘাস আছে। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক। বাংলার পেসাররাও ফায়দা তোলেন। ইশান পোড়েল ১৭ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৫ টি উইকেট তুলে নেন। প্রীতম চক্রবর্তী ১৯ ওভার বল করে ৬৩ রান দিয়ে ৩টি এবং শাহবাজ আহমেদ ৭.৫ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। তবে এদিন বাংলার দুর্বল ফিল্ডিংয়ের জন‍্য ২৫ থেকে ৩০ রান উত্তরপ্রদেশের স্কোর বোর্ডে যুক্ত হয়েছে। না হলে ১৫০ রানেই উত্তরপ্রদেশ অলআউট হতে পারত।

বাংলা বোলিং ভাল করলেও ব‍্যাটিং করতে নেমে মুখ থুবড়ে পড়ল। শিভম মাভি(৩/১৪) ও অঙ্কিত যাদবের (১/১১) আক্রমণাত্মক বোলিংয়ে কাঁপছে বাংলা। অভিষেক দাস (৮), কৌশিক ঘোষ (০), সুদীপ কুমার ঘরামি (০) ও অনুষ্টুপ মজুমদার (১) রানে আউট হওয়ায় বাংলা রীতিমতো চাপে পড়ে গিয়েছে। দিনের শেষে অপরাজিত আছেন প্রীতম চক্রবর্তী (১২) ও সায়ন মন্ডল (৪)।

বাংলাকে লড়াইয়ে ফিরতে হলে একটা বড় রানের পার্টনারশিপ দরকার। তাই বুধবার সকালের প্রথম দুই ঘন্টা বাংলার কাছে খুব গুরুত্বপূর্ণ। এর পরে মনোজ ও শাহবাজ আছেন। তবুও বুধবার শুরুটা ভাল হওয়া খুব জরুরি।

দিনের শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন,”আমরা শুরুটা খুব ভাল করেছি। ইশান,প্রীতম খুব ভাল বোলিং করেছে। তবুও বলছি ওদের ১৬০ রানের মধ‍্যে আমাদের আটকানো উচিত ছিল। এখনও তিনদিন বাকি আছে। আমি আশাবাদী।” ২৯ রানে ৪ উইকেট চলে যাওয়া মানে তো বিরাট চাপ তৈরি হয়ে গিয়েছে। এরপরও আশাবাদী আপনি? উত্তরে কোচ লক্ষ্মী বলেন,”চারটি উইকেট চলে গিয়েছে ঠিকই। কিন্তু এখনও মনোজ,শাহবাজ, অভিষেক পোড়েল আছে। আমরা কামব‍্যাক করব।” গত দশ বছর ধরে রনজিতে বাংলা দলের রোগটা সারছে না। কেন? লক্ষ্মী বলেন,”যারা দলে আছে তারাই ভাল খেলবে। ওদের উপর আস্থা রেখে দল তৈরি হয়েছে। ওরা ঠিক খেলবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here