◆বরোদা – (প্রথম ইনিংস – ২৬৯)
◆বাংলা – (প্রথম ইনিংস – ১৮৯/৯ অনুষ্টুপ মজুমদার – ৯০, অভিমন্যু-২২, অভিষেক পোড়েল – ২৫)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১১ ডিসেম্বর : বরোদার বিরুদ্ধে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে রীতিমতো কোনঠাসা বাংলা। রনজিতে নিজেদের পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবে কিনা তা নির্ভর করছে বাংলার বোলিং ও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং। কাজেই ম্যাচ বাঁচাতে হলে আগামী দুই দিন বাংলাকে কঠিন লড়াই করতে হবে।
বুধবার কল্যাণীর মাঠে ম্যাচের দ্বিতীয় দিনে বরোদাকে ২৬৯ রানে শেষ করে দেয় বাংলা। প্রতিপক্ষের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বাংলার ব্যাটাররা। ৪৭ রানেই ৪ উইকেট হারায় বাংলা। ধ্বংসস্তুপ থেকে কিছুটা বাংলাকে টেনে তোলার চেষ্টা করেন অনুষ্টুপ মজুমদার। ১৭১ বলে ৯০ রান করেন অনুষ্টুপ। তিনি ছাড়া দুই অঙ্কে রান করেন অভিমন্যু ঈশ্বরণ (২২) ও অভিষেক পোড়েল (২৫)। ওপানার অভিষেক দাস (৫), মনোজ তিওয়ারি (৯),সুদীপ ঘরামি (২),শাহবাজ আহমেদ (৮) ব্যর্থ হয়েছেন। আগামী দুই দিনে বাংলা ম্যাচ বাঁচাতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।