◆ফাইল ছবি◆
◆বাংলা – (প্রথম ইনিংস – ৩৮৭, অভিমন্যু – ১৬৫/ শাহবাজ ৪০, মায়াঙ্ক মিশ্র – ৯৫/৬)
◆উত্তরখন্ড – (প্রথম ইনিংস – ১০৪/৬, কুনাল চান্ডেলা – ৪০,অখিল সিং রাওয়াত – ৩২ শাহবাজ – ৩৪/২, আকাশদীপ – ২১/২, প্রদীপ্ত প্রামানিক – ১৭/২)
◆ ২৮৩ রানে পিছিয়ে উত্তরাখন্ড
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন ৪ ডিসেম্বর : বাংলার বোলারদের দাপটে দেরাদুনে রনজি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বাংলা। প্রথম ইনিংসে বাংলার ৩৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে চাপে উত্তরাখন্ড। দিনের শেষে উত্তরাখন্ড ৬ উইকেট হারিয়ে ১০৪ রান করেছে। পিছিয়ে আছে ২৮৩ রানে।
ব্যক্তিগত ১৪০ রানে ব্যাট করতে নেমে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারেননি অভিমন্যু ঈশ্বরণ। ১৬৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। মায়াঙ্ক মিশ্রর দুরন্ত বোলিংয়ের সামনে পড়ে ৩৮৭ রানে অল আউট হয়ে যায় বাংলা। তবে শাহবাজ আহমেদ অপরাজিত ৪০ রান করেন।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ঘটে। ৪৮ রানে ৬ উইকেট হারায় উত্তরাখন্ড। হাল ধরেন কুনিল চান্ডেলা (৪০) ও অখিল সিং রাওয়াত (৩২)। এই দুই ব্যাটার ৫৬ রানের পার্টনারশিপ গড়েন। বাংলার শাহবাজ আহমেদ, আকাশদীপ ও প্রদীপ্ত প্রামানিক ২ টি করে উইকেট নিয়েছেন। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিন।