রনজি ট্রফিঃ বাংলার সেমিফাইনালে যাওয়াটা সময়ের অপেক্ষা

0

◆সংক্ষিপ্ত স্কোর◆
◆ঝাড়খন্ড – ১৭৩ ও ১৬২/৭ (আর্যমান সেন-৬৪,অনুকুল রায়-৪০, আকাশদীপ ২/২৫,আকাশ ঘটক ২/১৯, শাহবাজ ২/৩৮)
◆বাংলা – ৩২৮

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২ ফেব্রুয়ারি : রনজি ট্রফির সেমিফাইনালে যাওয়াটা বাংলার এখন শুধু সময়ের অপেক্ষা। ইডেনে কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডের বিরুদ্ধে বাংলার জয় পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে শুক্রবার লাঞ্চের আগেই জয়ে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলবে বাংলা।

ঝাড়খন্ডের প্রথম ইনিংসে ১৭৩ রানের জবাবে বাংলা করে ৩২৮ রান। প্রথম ইনিংসে বাংলা লিড নিয়েছিল ১৫৫ রান। সেই লক্ষ‍্যমাত্রাকে সামনে রেখে ব‍্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়ল ঝাড়খন্ড। ম‍্যাচের তৃতীয় দিনের শেষে ধোনির রাজ‍্য দল ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করেছে। এগিয়ে আছে মাত্র ৭ রানে। হাতে রয়েছে ৩ উইকেট। ম‍্যাচ বাকি আরও দুই দিন।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত বল করলেন বাংলার বোলাররা। আকাশ,শাহবাজ,ইশানদের সামনে দাঁড়াতেই পারছেন না ঝাড়খন্ডের ব‍্যাটাররা। এদিন, অধিনায়ক মনোজ তিওয়ারি দুটি এবং আকাশদীপ একটি ক‍্যাচ না ফেললে আজই হয়তো জয় ছিনিয়ে নিতে পারত বাংলা। আকাশদীপ,আকাশ ঘটক ও শাহবাজ আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন ইশান পোড়েল। আগামীকাল ম‍্যাচের চতুর্থ দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here