◆মুকেশ কুমার◆
◆বরোদা – (প্রথম ইনিংসঃ ২২২/৭ জে কে সিং-৮৫, প্রিয়াংশু-৫০, আকাশদীপ-৪/৬৩, মুকেশ-৩/৫০)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : বিহারের দুই বোলারের লড়াইয়ে ভর করে বরোদাকে কম রানে প্রথম ইনিংস শেষ করার লক্ষ্যে বাংলা। মঙ্গলবার,কল্যাণীতে রনজি ট্রফি প্রতিযোগিতায় নিজেদের পঞ্চম ম্যাচে আকাশদীপ (৪ উইকেট) ও মুকেশ কুমার (৩ উইকেট) দুজনে ৭ উইকেট নিয়েছেন। প্রথম দিনের শেষে প্রতিপক্ষ বরোদা ৭ উইকেটে ২২২ রান করেছে।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুর দিকে মুকেশের বলে পি কুমার আউট হলেও প্রাথমিক ধাক্কা সামলে দেন প্রিয়াংশু মলিয়া ও জে কে সিং। এই জুটি ৯৬ রান করে। পরে ম্যাচের বয়স যত বেড়েছে বাংলার দুই বোলার আকাশ দীপ ও মুকেশ কুমার ছন্দে ফিরেছে। ছন্দে থাকা জে কে সিংকে (৮৫) ও প্রিয়াংশুকে (৫০) রানে আউট করেন আকাশ দীপ। ৬৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আকাশ। পাশাপাশি চোট সারিয়ে দলে ফিরেই ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুকেশ কুমার। বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে তাড়াতাড়ি বরোদাকে অল আউট করতে মরিয়া বাংলা।