রনজি ট্রফিঃ দুরন্ত প্রত‍্যাবর্তন, বরোদাকে ৭ উইকেটে হারাল বাংলা

0

◆সুদীপ ঘরামি◆

▪সংক্ষিপ্ত স্কোর▪
◆বরোদা – ২৬৯ ও ৯৮
◆বাংলা – ১৯১ ও ১৭৯/৩ (সুদীপ ঘরামি – ৭৬, মনোজ তিওয়াড়ি – ৬০)
◆বাংলা ৭ উইকেটে জয়ী

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৩ ডিসেম্বর : প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত‍্যাবর্তন বাংলার। সুদীপ ঘরামি এবং অধিনায়ক মনোজ তিওয়ারির চমৎকার ইনিংস বাংলাকে জয় এনে দিল। শুক্রবার কল‍্যাণীর মাঠে বরোদাকে ৭ উইকেটে হারিয়ে ৬ পয়েন্ট ঘরে তুলে নিল লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। এবারের রনজিতে এখনও পযর্ন্ত বাংলা ৫ টি ম‍্যাচ খেলে ৩টি জয় ও ২টি ড্র করেছে। এই ৫ ম‍্যাচ খেলে ২৫ পয়েন্টে নিয়ে লিগ টেবলের শীর্ষে বাংলা। সমসংখ‍্যক ম‍্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উত্তরাখন্ড।

টিম বেঙ্গল

বরোদার বিরুদ্ধে প্রথম থেকেই বোলাররা বাংলাকে সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন। কিন্তু প্রথম ইনিংসে বাংলার ব‍্যাটাররা চূড়ান্তভাবে ব‍্যর্থ হয়। প্রথম ইনিংসে বরোদা ২৬৯ রানে অল আউট হয়ে যায়। বরোদার ইনিংসের জবাবে ব‍্যাট করতে নেমে বাংলার বিপর্যয় ঘটে। ১৯১ রানেই অল আউট হয়ে যায়।

ম‍্যাচ জেতার পর বাংলা দলের কোচ ও অধিনায়ককে অভিনন্দন জানাচ্ছেন কল‍্যাণী পুরসভা চেয়ারম্যান নীলিমেশ রায় চৌধুরী। শুক্রবার কল‍্যাণীতে।

দ্বিতীয় ইনিংসে বাংলার বোলার মুকেশ কুমার(৪) ও ইশান পোড়েল(৩) দুরন্ত বল করেন। মৃলত বাংলাকে লড়াইয়ে ফেরায় বোলাররাই। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসের শুরুতে বাংলার ব‍্যাটাররা (অভিষেক-৭,অভিমন‍্যু-৯,অনুষ্টুপ-৯) ভেঙে পড়লেও সুদীপ ঘরামি ও মনোজ তিওয়ারি চমৎকার ইনিংস খেলেন। এবারের রনজি ট্রফির দুটি ম‍্যাচে (হিমাচল প্রদেশ ও নাগাল‍্যান্ড) শতরান করেছেন সুদীপ। আর এদিন বরোদার বিরুদ্ধে ১৪০ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন সুদীপ। তাঁর সঙ্গে অধিনায়ক মনোজ তিওয়াড়িও অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। মূলত এই ব‍্যাটারদের ইনিংসের ফলেই বাংলা সরাসরি জিতল। দুই ইনিংস মিলিয়ে বাংলার মুকেশ ৭টি এবং আকাশদীপ ৫ টি উইকেট নিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here