◆নাগাল্যান্ড – (১৬৬ ও ১২৩, করনলাল ৫/৪৭, শাহবাজ – ৩/৩৮, প্রদীপ্ত – ২/২৪)
◆বাংলা – (প্রথম ইনিংস – ৪৫০/৪ অভিমন্যু – ১৭০, সুদীপ – ১০৪,শাহবাজ – ৭৫, মনোজ – ৫১)
◆বাংলা এক ইনিংস ও ১৬১ রানে জয়ী
◆ম্যাচের সেরা – প্রদীপ্ত প্রামানিক
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৯ ডিসেম্বর : রনজি ট্রফির ম্যাচে দুর্বল নাগাল্যান্ডের বিরুদ্ধে অনায়াস জয় তুলে নিল বাংলা। বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনেই এক ইনিংস ও ১৬১ রানে জিতে বোনাস সহ ৭ পয়েন্ট ঘরে তুলে নিল বাংলা।
তৃতীয় দিনে বাংলা ৪ উইকেটে ৪৫০ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করেন অধিনায়ক মনোজ তিওয়ারি। এদিন শাহবাজ আহমেদ অপরাজিত ৭৫ রান ও মনোজ অপরাজিত ৫১ রান করেন। নাগাল্যান্ডের সামনে ২৮৫ রানের লক্ষ্য মাত্রা রাখে বাংলা।
এই ঘুর্ণি পিচে এত রান তাড়া করা দুর্বল দল নাগাল্যান্ডের কাছে যে সহজ হবে না তা বোঝাই গিয়েছিল। ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানেই চার উইকেট হারিয়ে কোনঠাসা হয়ে পড়েছিল নাগাল্যান্ড। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম ইনিংসে প্রদীপ্ত ৬ উইকেট নিয়েছিলেন। আর দ্বিতীয় ইনিংসে প্রথম রনজি খেলতে নেমে ৫ উইকেট নিলেন করণলাল। তিনি ৪৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন। শাহবাজ আহমেদ ৩ উইকেট আর প্রদীপ্ত নিয়েছেন দুই উইকেট। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নেওয়ায় প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন প্রদীপ্ত। তিন ম্যাচ খেলে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে বাংলা।