◆আকাশ দীপ (ফাইল ছবি)
◆সংক্ষিপ্ত স্কোর
◆বাংলা ( প্রথম ইনিংস – ৪১৯ অনুষ্টুপ – ১৪৫,প্রদীপ্ত প্রামানিক – ৩৭)
◆হরিয়ানা (প্রথম ইনিংস – ১৬৩, সুমিত কুমার – ৭০, আকাশ দীপ – ৫/৬১,ইশান পোড়েল – ২/২৯)
◆হরিয়ানা ২৫৬ রানে পিছিয়ে
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১৮ ডিসেম্বর : ব্যাট হাতে বাংলাকে বড় রানের ইনিংস গড়ে দিয়েছেন অনুষ্টুপ মজুমদার। আর একই সঙ্গে বল হাতে বাংলাকে চালকের আসনে বজায় রাখলেন ডানহাতি মিডিয়াম পেসার আকাশ দীপ। ৫ উইকেট নিয়ে হরিয়ানাকে কার্যত শেষ করে দিলেন বাংলার আকাশ। এই মরসুমের রনজিতে নিজেদের ষষ্ঠ ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলা আপাতত চালকের আসনে।
রহতকের লহলির লাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলা প্রথম ইনিংসে ৪১৯ অল আউট হয়ে যায়। গতকাল অনুষ্টুপ শতরান করেছিলেন। আজ ব্যক্তিগত ১৪৫ রানে আউট হন অনুষ্টুপ। বাংলার ৪১৯ রানের জবাবে হরিয়ানা ১৬৩ রানেই শেষ হয়ে যায়। আকাশের ঝোড়ো বোলিংয়ের সামনে পড়ে নাস্তানাবুদ হরিয়ানার ব্যাটাররা। দলের ১০০ রানেই ৯ উইকেট চলে গিয়েছিল। শেষ উইকেটে আক্রমণাত্মক ব্যাটিং করে ৭৪ বলে ৭০ রান করেন সুমিত। ১০০ থেকে ১৬৩ রানে পৌঁছয় হরিয়ানা। আকাশ ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ইশান পোড়েল ২টি ও প্রদীপ্ত প্রামাণিক, মুকেশ কমার ১টি করে উইকেট নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের রনজিতে ৬টি ম্যাচে (ষষ্ঠ ম্যাচের প্রথম ইনিংস পযর্ন্ত ) ১৯টি উইকেট নিলেন আকাশদীপ। আগামীকাল ম্যাচের তৃতীয় দিন।