◆৫ উইকেট নেওয়ার পর আকাশদীপ◆
◆সংক্ষিপ্ত স্কোর◆
◆বাংলা – ৪৩৮ ও ৫৯/২
◆মধ্যপ্রদেশ – ১৭০
(আকাশদীপ – ৫/৪২, শাহবাজ – ২/৩০)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১০ ফেব্রুয়ারি : রনজি ট্রফির সেমিফাইনালে দ্বিতীয় ইনিংসে বড় রানের ইনিংস গড়তে মরিয়া বাংলা। আকাশদীপ, শাহবাজদের দাপটে মধ্যপ্রদেশের প্রথম ইনিংস ১৭০ রানেই শেষ হয়ে যায়। আকাশদীপ ৫টি এবং শাহবাজ দুটি উইকেট নিয়ে বাংলার সামনে ফাইনালে যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন। বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৯ রান করেছে। আপাতত ৩২৭ রানে এগিয়ে মনোজ-লক্ষ্মীদের বাংলা দল।
মধ্যপ্রদেশকে এদিন ১৭০ রানে অল আউট করার পর চাইলেই ফলো-অন করাতে পারত বাংলা। মনোজরা কিন্তু সেই রাস্তায় হাঁটেননি। কারণ অযথা ঝুঁকি নিতে চাননি বাংলা দলের থিঙ্কট্যাঙ্ক। হাতে এখনও দু’দিন সময় আছে। প্রথম ইনিংসে এগিয়ে আছে। এখন যদি মধ্যপ্রদেশের বিরুদ্ধে বিরাট রানের লক্ষ্যমাত্রা রাখতে পারে। এবং মধ্যপ্রদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর হাতে কম সময় থাকলে বাংলার ফাইনালে যাওয়ার রাস্তা সহজ হবে। সেই অঙ্ক মাথায় রেখে ৫০০ রানের বেশি লক্ষ্যমাত্রা রাখার লক্ষ্যে বাংলা। প্রসঙ্গত উল্লেখ্য, ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার কারণে রনজি ট্রফির ফাইনালে পৌঁছে যাবে বাংলা।
এদিন দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে করণলাল (১৯) ও অভিমন্যু ঈশ্বরণ (১৭) সাজঘরে ফিরে গিয়েছেন। দিনের শেষে সুদীপ ঘরামি (১২) ও অনুষ্টুপ মজুমদার (৯) অপরাজিত আছেন। আগামীকাল,শনিবার ম্যাচের চতুর্থ দিনটা ব্যাট করতে পারলে বাংলার ফাইনালে যাওয়াটা তখন শুধু সময়ের অপেক্ষা হয়ে থাকবে। কাজেই মনোজদের এখন একটাই লক্ষ্য শনিবার তিনটি অধ্যায় ব্যাট করা।