রনজি ট্রফিঃ অভিম‍ন‍্যু নামাঙ্কিত স্টেডিয়ামে খেলতে নামছে বাংলা

0

◆নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে অভিমন‍্যু,দেরাদুনে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২ জানুয়ারি : মঙ্গলবার দেরাদুনে রনজি ট্রফির চতুর্থ ম‍্যাচ খেলতে নামছে বাংলা। প্রতিপক্ষ উত্তরাখন্ড। আর এমন এক স্টেডিয়ামে বাংলা খেলতে নামছে যার নামটা, অভিমন‍্যু ঈশ্বরণ ক্রিকেট স্টেডিয়াম। বাংলা দলের অন‍্যতম ভরসা অভিম‍্যনুর নামেই এই স্টেডিয়াম।

দেরাদুন অভিমন‍্যু ক্রিকেট স্টেডিয়াম

প্রসঙ্গত উল্লেখ্য, এই স্টেডিয়াম তৈরি হওয়ার আগে ১৯৮৮ সালে অভিমন‍্যুর বাবা আর পি ঈশ্বরণ একটি ‘দেরাদুন ক্রিকেট অ‍্যাকাডেমি’ তৈরি করেছিলেন। তখন অভিমন‍্যুর জন্মই হয়নি। ধীরে ধীরে এই অ‍্যাকাডেমিটা বড় হয়। পরবর্তীকালে এই অ‍্যাকাডেমিতেই অভিমন‍্যুর বাবা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করেন। প্রসঙ্গত, এই দেরাদুনের অ‍্যাকাডেমি থেকেই ক্রিকেট শুরু করেছিলেন অভিমন‍্যু। তাঁর বাবার একটাই লক্ষ‍্য ছেলে অভিমন‍্যু ভারতীয় দলে খেলুক। সেই লক্ষ‍্য নিয়ে বাংলায় ছেলেকে নিয়ে আসেন। অভিমন‍্যু বাংলা দলের অন‍্যতম ভরসা। পাশাপাশি সদ‍্য বাংলাদেশ সফরে ভারতীয় দলেও ছিলেন অভিমন‍্যু।

টিম বেঙ্গল (ফাইল ছবি)

বাবার তৈরি স্টেডিয়ামে (নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ) এই প্রথম রনজি ম‍্যাচ খেলতে নামতে চলেছে অভিমন‍্যু। “নিজের নামে স্টেডিয়ামে খেলাটা আমার কাছে স্পেশাল তো বটেই। এই মাঠেই আমার ক্রিকেট শুরু। ভাল খেলার চেষ্টা করব।” বলেছেন অভিমন‍্যু।

এই মরসুমে বাংলা রনজিতে আপাতত তিনটি ম‍্যাচ খেলে দুটি জয় ও একটি ড্র করে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে। শেষ ম‍্যাচে নাগাল‍্যান্ডকে হারিয়েছে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা। ব‍্যাটিংয়ে অভিমন‍্যু,অনুষ্টুপ মজুমদার, অধিনায়ক মনোজ তিওয়ারি, সুদীপ ঘরামি ভাল ফর্মে আছেন। বোলিং-ব‍্যাটিংয়ে শাহবাজও ছন্দে আছেন। স্মরনীয় রনজি অভিষেকের পর স্পিনার করণ লাল, প্রদীপ্ত প্রামাণিকের লক্ষ‍্য ধারাবাহিক সাফল‍্য পাওয়া। এছাড়াও পেসার ঈশান পোড়েল ও আকাশদীপও আছেন। সব মিলিয়ে এই ম‍্যাচ থেকে ৬ পয়েন্ট তুলে আনার লক্ষ‍্যে বাংলা।

অন‍্যদিকে, উত্তরাখন্ডও ভাল দল। তিনটি ম‍্যাচ খেলে (নাগাল‍্যান্ড,ওড়িশা ও হিমাচল প্রদেশ) তিনটিতেই জিতেছে। কাজেই বাংলাকে জিতে হলে ব‍্যাটিং,বোলিং – দুটি বিভাগেই প্রতিপক্ষকে ছাপিয়ে যেতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here