রনজি ট্রফিঃ অভিমন‍্যু-সদীপের ব‍্যাটে ভর করে এগিয়ে বাংলা

0

◆অভিমন‍্যু ও সুদীপ (ফাইল ছবি)◆

◆সংক্ষিপ্ত স্কোর◆

◆ঝারখন্ড (প্রথম ইনিংস ) – ১৭৩
◆বাংলা (প্রথম ইনিংস ) – ২৩৮/৫
(অভিমন‍্যু ঈশ্বরন – ৭৭, সুদীপ ঘরামি – ৬৮, অনুষ্টুপ – ২৫, অভিষেক – ২৫, শাহবাজ – ১৭)
◆দ্বিতীয় দিনের শেষে বাংলা ৬৫ রানে এগিয়ে

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,১ ফেব্রুয়ারি : অভিমন‍্যু ঈশ্বরন ও সুদীপ ঘরামির ব‍্যাটের উপর ভর করে ঝারখন্ডের বিরুদ্ধে ৬৫ রানে এগিয়ে গেল বাংলা। বুধবার ইডেনে রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝারখন্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের শেষে বাংলা ৫ উইকেটে ২৩৮ রান করেছে। আপাতত ৬৫ রানে এগিয়ে বাংলা।

গতকাল বাংলার বোলারদের দাপটে ঝাড়খন্ডের ১৭৩ রানে প্রথম ইনিংস শেষ হয়ে যায়। জবাবে বাংলা ব‍্যাট করতে নেমে দলের ১১ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরে যান কাজি সাইফি। ব‍্যাট করতে নেমে সুদীপ ঘরামি এদিন চমৎকার ব‍্যাট করলেন। অভিমন‍্যু ও সুদীপ জুটিতে মূল‍্যবান ১৩৬ রানের পার্টনারশিপ গড়েন। অভিমন‍্যু ৭৭ এবং সুদীপ ঘরামি ৬৮ রান করেন। অনুষ্টুপ মজুমদার করেন ২৫ রান। দ্বিতীয় দিনের শেষে বাংলা ৫ উইকেট হারিয়ে ২৩৮ রান করে। অভিষেক পোড়েল (২৫) ও শাহবাজ আহমেদ (১৭) অপরাজিত আছেন। ঝাড়খন্ডের সুপ্রিয় চক্রবর্তী দুটি এবং আশিস কুমার, অনুকুল রায় ও শাহবাজ নাদিম একটি করে উইকেট নিয়েছেন।

বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা জানান,”দ্বিতীয় দিনের শেষে আপাতত আমরা ইনিংসে এগিয়েছি ঠিকই। কিন্তু আমাদের লক্ষ‍্য তৃতীয় দিন ভাল ব‍্যাট করে আরও বেশি রানে এগিয়ে যাওয়া। আজ, অভিমন‍্যু ও সুদীপ খুব ভাল ব‍্যাট করেছে। ওদের পার্টনারশিপটা না গড়ে উঠলে সমস‍্যা হত। তবে ম‍্যাচ এখনও বাকি আছে। সব কিছুই হতে পারে। আমরা সতর্ক আছি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here