◆বাংলা – (প্রথম ইনিংস – ২৬৯/৩, অভিমন্যু – ১৪০*,সুদীপ ঘরামি – ৯০,সায়ন মন্ডল- ১৮, অনুষ্টুপ – ৩)
ইনসাইড স্পোর্টসের প্রতিবেদ,৩ জানুয়ারি : বাবা আর পি ঈশ্বরণের হাত ধরে ক্রিকেট জীবনটাই শুরু করেছিলেন দেরাদুনের ক্রিকেট অ্যাকাডেমিতে। সেই একাডেমিতেই ক্রিকেট স্টেডিয়াম গড়ে তুলেছেন অভিমন্যুর বাবা। এই মাঠেই অভিমন্যুর ক্রিকেটে হাতেখড়ি। নিজের মাঠেই বাংলার হয়ে অনবদ্য শতরান করলেন অভিমন্যু ঈশ্বরণ। এ যেন তাঁর আঁতুর ঘরে সিদ্ধিলাভ। মঙ্গলবার দেরাদুনে রনজি ট্রফির ম্যাচে উত্তরাখন্ডের বিরুদ্ধে চমৎকার শতরান করলেন অভিমন্যু। দিনের শেষে ১৪০ রানে অপরাজিত আছেন। মুলত তাঁর ব্যাটে ভর করেই বাংলা ভাল জায়গায়।
অভিমন্যু টানা পাঁচটি ম্যাচে শতরান করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে টানা চারটি শতরান। লিস্ট এ-তে করেছিলেন আরেকটি। এবছর রনজি ট্রফিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রানের ইনিংস খেলেছিলেন অভিমন্যু। এ বার নিজের মাঠে দেহরাদূনে উত্তরাখণ্ডের বিরুদ্ধেও শতরান।
৭৯টি ম্যাচে অভিমন্যুর সংগ্রহ ৫৭৪৬ রান। স্বপ্নের ছন্দে থাকলেও আইপিএলে এখনও ব্রাত্যই থেকে গিয়েছেন অভিমন্যু।
এদিন টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় উত্তরাখন্ড। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে দিনের শেষে বাংলা ৩ উইকেটে ২৬৯ রান করেছে। সুদিপ ঘরামি ৯০, সায়ন শেখর মন্ডল ১৮ এবং অনুষ্টুপ মজুমদার ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। বুধবার ম্যাচের দ্বিতীয় দিনে বড় রানের ইনিংস গড়ার লক্ষ্যে বাংলা।