ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,২৪ মে : গত বছরের আমফান ঝড়ের স্মৃতি এখনও টাটকা। কি মারাত্মক, ভয়ঙ্কর ছিল আমফান। প্রচুর ক্ষতি হয়েছিল গড়ের মাঠের বিভিন্ন ক্লাব তাঁবুর। ওই ঝড়ের সময় ময়দানের বিভিন্ন তাঁবুতে আতঙ্কে ছিলেন মালিরা। প্রাণের ঝুঁকি নিয়েই ক্লাব তাঁবুতে পড়ে ছিলেন ওঁরা। অন্য কোথাও যাওয়ার জায়গাও ছিল না। অগত্যা বিপদ জেনেও কোনও রকমে আমফান সামাল দিয়েছিলেন।
এবার আবার আর এক ঘূর্ণিঝড় ‘যশ’ আসার অপেক্ষায়। কি করবেন ময়দানের মালিরা? কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবেন ওঁরা? ঠিক সেই সময়েই মালিদের পাশে দাঁড়ালেন সিএবি’র সভাপতি অভিষেক ডালমিয়া। আগামীকাল (মঙ্গলবার,২৫ মে) থেকে ২৮ মে, সকাল পযর্ন্ত গড়ের মাঠের বিভিন্ন ক্লাবের মালিদের সিএবিতেই থাকার ব্যবস্থা করলেন অভিষেক। শুধু থাকাই নয়, মালিদের খাওয়ার ব্যবস্থা করছে সিএবি। এদিন, মালিদের থাকার ব্যাপারে সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে সিএবি। অভিষেক ডালমিয়ার এমন মানবিক প্রচেষ্টায় খুব খুশি মালিরা। অন্তত এই ঘূর্ণিঝড়ের সময় তারা সুরক্ষিত থাকতে পারবেন সিএবির জন্য।
গতবছর আমফানের তান্ডবে লন্ডভন্ড হয়েছিল ময়দানের একাধিক ক্লাব তাঁবু। ময়দানের একাধিক মাঠকর্মীর সঙ্গে কথা বলে জানা গিয়েছিল তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। কেউ কেউ তো প্রাণে বেঁচে গিয়েছিল মাত্র।