ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৮ এপ্রিল : বাগানে মোহনবাগান কোচ। দুই বছর পর নিজেদের দলের কোনও কোচকে দেখা গেল মোহনবাগান তাঁবুতে। করোনার কারণে সব বন্ধই ছিল। আইএসএলের জন্য দল ছিল গোয়ায়। এবার হয়তো ফুটবলাররা আসবেন জিম করতে।
সচিব পদে বসার পর দেবাশিস দত্ত বলেছিলেন, মোহনবাগান তাঁবুতেই ফুটবলাররা জিম করবেন। নতুন করে মাঠ সংস্করণের পর নিজেদের মাঠেই দল অনুশীলন করবেন। মাঠ সংস্করণের কাজ পরে শুরু হবে। তাই যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডেই মোহনবাগানের অনুশীলন চলছে। আগামী ১২ এপ্রিল এএফসি কাপের ম্যাচ। মঙ্গলবার এএফসি কাপের ম্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারের বিরুদ্ধে খেলতে নামবে এটিকে-মোহনবাগান। তার প্রস্তুতি চলছে সবুজ-মেরুন শিবিরের।
তবে ক্লাবের পরিকাঠামো দেখতে তাঁবু দেখে গেলেন এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো। শুক্রবার মোহনবাগান ক্লাবে এসে সকালে ময়দানের ক্লাব তাঁবু, নতুন জিম, ড্রেসিংরুম ঘুরে দেখেন এটিকে মোহনবাগানের কোচ। সেই সময় ক্লাবের কোনও শীর্ষ কর্তা না থাকলেও ক্লাবে কর্তব্যরত স্টাফরাই ফেরান্দোকে নতুন পরিকাঠামো ঘুরিয়ে দেখান। প্রায় এক ঘন্টা ক্লাবে ছিলেন ফেরান্দো। হোটেল থেকে সকালেই চলে আসেন মোহনবাগান ক্লাবে। ব্রেকফাস্টও করেন ক্লাবের ক্যান্টিনে। মাঠ ও জিম ঘুরে দেখেন তিনি। এই প্রথমবার মোহনবাগানে পা রাখলেন জুয়ান।
এদিকে, যুবভারতীতে আসন্ন এএফসি কাপের এই ম্যাচে দর্শকরা খেলা দেখতে আসতে পারবেন। আজ, শুক্রবার থেকেই ক্লাবে শুরু হয়েছে অফ লাইনে টিকিট বিক্রি।