মোহনবাগান এসজির কোচ জুয়ান ফেরান্দোই

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : প্রত‍্যাশা মতোই মোহনবাগান সুপার জায়ান্টসের কোচ হিসেবে থেকে গেলেন জুয়ান ফেরান্দো। তাঁর সঙ্গে আরও এক বছরের চুক্তি করল মোহনবাগান। কোচের চেয়ারে জুয়ান ফেরান্দো থাকছেন তা আইএসএল ট্রফি জয়ের পরেই স্পষ্ট হয়ে গিয়েছিল। আজ, মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করে দিল।

আগামী ১৫ জুলাই থেকে কোচ জুয়ান ফেরান্দো দলের ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করবেন। ব্র্যাণ্ডন হামিল দ্রিমিত্রি পেত্রাতোসদের নিয়ে নতুন মরসুমের অনুশীলন ১৫ জুলাই শুরু হবে সেটাও সরকারি ভাবে এদিন জানিয়ে দেওয়া হল। এএফসি কাপের সূচি এখনও ঘোষনা হয়নি। গতবছর আইএসএল ট্রফি জিতলেও এএফসি কাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল মোহনবাগান। সেই ব‍্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার নতুন করে প্রতিযোগিতায় ঝাঁপাতে চায় সবুজ-মেরুন বাহিনী। এদিকে কোচের হটসিটে বসতে পেরে খুশি জুয়ান ফেরান্দো। তিনি জানান,“নতুন মরসুমে আরও ভালো করার প্রতিশ্রুতি দিচ্ছি। গতবছর আইএসএল ট্রফি জয়ের পরে সদস্য সমর্থকদের কাছে আমাদের দায়িত্ব এবং প্রত্যাশা বেশি। আইএসএল ট্রফি ধরে রাখার চেষ্টা করব। পাশাপাশি এএফসি কাপে ভালো ফল করার চেষ্টা করব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here