মোহনবাগানে চুনীর নামে গেট উদ্বোধনে সুনীল গাভাসকর

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নতুন বছরের শুরুর দিনেই মোহনবাগান ক্লাবে সুনীল গাভাসকর। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শুভ নববর্ষের বারপুজোর সঙ্গে চুনী গোস্বামী নামাঙ্কিত মোহনবাগানের গেট উদ্বোধন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি টুটু বসু,ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস,মন্ত্রী বাবুল সুপ্রিয়, প্রয়াত চুনী গোস্বামীর স্ত্রী বাসন্তী গোস্বামী এবং ক্লাব সচিব দেবাশিস দত্ত।

এদিন সকাল আটটায় মোহনবাগান ক্লাবের প্রধান গেট(চুনী গোস্বামী গেট) উদ্বোধন করেন গাভাসকর। পরে লনে অস্থায়ী মঞ্চে গাভাসকারকে সংবর্ধনা দেওয়া হয়।

মোহনবাগানের নতুন গেটের সামনে সবুজ-মেরুন জনতা

নিজে বক্তব‍্য রাখতে গিয়ে চুনীকে ঘিরে নিজের স্মৃতি তুলে ধরেন গাভাসকার। তিনি জানান,ভারতীয় ফুটবলের ‘ব্র‍্যাডম‍্যান’ হলেন চুনী গোস্বামী।

এই অনুষ্ঠানের পর মূল মাঠে গিয়ে বারপুজো করেন মোহনবাগান ক্লাব কর্তারা। এত গরমকে উপেক্ষা করেও নববর্ষ ও বারপুজোর উৎসবে বহু সবুজ-মেরুন সদস‍্য-সমর্থক মাঠে এসেছিলেন। খাওয়া-দাওয়ার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরলেন মোহনবাগান জনতা।

ইস্টবেঙ্গলের বারপুজোর একটি মুহূর্ত

একই দিনে ইস্টবেঙ্গল ক্লাবেও পালিত হল বারপুজো। সকাল দশটার পরেই শুরু হয় বারপুজো। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি এবং এক ঝাঁক প্রাক্তন ফুটবলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here