মোহনবাগানে এসে ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা মুখ‍্যমন্ত্রীর

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : নবরূপে সজ্জিত মোহনবাগান ক্লাব তাঁবু। তিনি কথা দিয়েছিলেন উদ্বোধন করে যাবেন। বুধবার বিকেলে মোহনবাগান ক্লাব তাঁবুতে এসে নস্টালজিক হয়ে পড়লেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

তাঁকে স্বাগত জানানো হল ঢাক-ঢোল বাজিয়েই। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মোহনবাগান ক্লাবে এলেন। তিনি বলছিলেন,”আমরা তখন খুব ছোট। পেলে খেলতে এসেছিলেন এখানে। হঠাৎ মা-কে দেখি কালী বাড়িতে পুজো দিচ্ছে। মোহনবাগানের খেলা থাকলেই মা রেডিও নিয়ে বসে পড়ত। কালী পুজো দিত। মা বীরভূমের লোক। মোহনবাগানকে খুব ভালবাসত। এখন আমার দাদা ইস্টবেঙ্গলের সঙ্গে জড়িত। আমার দুই ক্লাবই পছন্দ। মহমেডান স্পোর্টিংকেও আমি ভালবাসি। এ ছাড়া, ময়দানে যে সব ছোট ছোট ক্লাব খেলে তাদের পাশেও সব সময় আমি আছি।”

এদিন সবুজ-মেরুন উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য। আজীবন সদস‍্যপদ তুলে দিলেন সহ সচিব সত‍্যজিৎ চ‍্যাটার্জি।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৬৪ সালে মোহনবাগান তাঁবু উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেন। তারপরেও মুখ্যমন্ত্রী হিসাবে সিদ্ধার্থশঙ্কর রায় এবং জ্যোতি বসু মোহনবাগান ক্লাব তাঁবু ঘুরে গিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here