মেসিকে টপকে গেলেন সুনীল, বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপে টিকে থাকল ভারত

0

ভারত – ২ (সুনীল ছেত্রী)
বাংলাদেশ – ০

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : দীর্ঘ ২০ বছর পর বিদেশের মাটিতে প্রাক বিশ্ব কাপের ম‍্যাচে জয় পেল ভারতীয় ফুটবল দল। সোমবার দোহায়, বাংলাদেশকে ২-০ গোলে হারাল ভারত। এই জয়ের ফলে এশিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্বল হল ভারতের। ৬ পয়েন্ট নিয়ে ভারত ‘ই’ গ্রুপে তৃতীয় স্থানে উঠে এল। গ্রুপের প্রথম তিনে শেষ করতে পারলে সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ পাবে ভারতীয় ফুটবল দল।

আগামী ১৫ জুন বাছাই পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচে ড্র করলেই ২০২৩ সালে চিনে সরাসরি এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়ে যাবে ইগর স্টিমাচের ভারতীয় দল।

এদিন ম‍্যাচের শুরু থেকেই ভারত আক্রমনাত্মক ফুটবল খেলা শুরু করেছিল। কিন্তু প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ নষ্ট করেন ভারতের মনবীর,চিঙ্গেলসানা, সুনীলরা।
ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ভারত তিন পয়েন্ট ঘরে তোলার জন‍্য মরিয়া হয়ে উঠল। আর ইগরের দল বাজিমাত করল সুনীল ছেত্রীর হাত ধরেই। ৩৬ বছরে পা দেওয়া সুনীল দেখালেন তাঁর পরিবর্ত এখনও আসেনি ভারতীয় দলে। সুনীল একাই দু-দুটি গোল করে ভারতকে জয় এনে দিলেন।
একই সঙ্গে সুনীল দেশের হয়ে ৭৪ টি গোল করে লিওনেল মেসিকেও টপকে গেলেন। এই কৃতিত্বের জন‍্য ফিফা দফতর থেকেও টুইট করে সুনীলকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প‍্যাটেল।

এদিন ম‍্যাচের শেষে, সাংবাদিকদের সুনীল বলেন,”আমরা আগের ম‍্যাচেও ভাল খেলেছিলাম। আসলে ভাল ম‍্যাচ খেলার পর সেই ম‍্যাচ ড্র বা হেরে যায় তাহলে কেউ মনে রাখে না। জয়ের কদর সর্বোত্র। শেষ ম‍্যাচে কাতারের বিরুদ্ধে ভাল খেলেও জিততে পারিনি। আজকের ম‍্যাচটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। তিন পয়েন্ট নিয়ে খুব ভাল লাগছে।”

ম‍্যাচের ৬৩ মিনিটে সুনীল ছেত্রী দলের হয়ে প্রথম গোলটি করেন। আশিক কুরিয়ানের ভাসানো বল চমৎকার হেডে দলের প্রথম গোল সুনীলের । ম্যাচের একেবার শেষ দিকে দ্বিতীয় গোল সুনীলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here