মেসিই সেরা, আবার কলকাতা এসে মেসির সঙ্গে খেলবোঃ মার্টিনেজ

0

◆ক্লাব তাঁবুর ভিতরে মার্টিনেজের সঙ্গে দেবাশিস দত্ত ও সত‍্যজিৎ চ‍্যাটার্জি◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : তাঁকে ঘিরে মিলন মেলায় চরম বিশৃঙ্খলা। এতটাই বিশৃঙ্খলা যে পুলিশ কোনও রকমে মিলন মেলা থেকে মার্টিনেজকে হোটেলে পৌঁছে দেয়। এমন ঘটনার তিন ঘন্টা পর মোহনবাগান ক্লাব তাঁবুতে এসে তৃপ্ত আর্জেন্টাইন গোলরক্ষক।

হুড খোলা গাড়িতে মোহনবাগান মাঠে মার্টিনেজ

বিকেলে মোহনবাগান ক্লাবে এসে গেট উদ্বোধন করেন মার্টিনেজ। পরে ক্লাব তাঁবুতে গিয়ে ১০ জনের হাতে মোহনবাগানের সদস্যপদ তুলে দেন। সবুজ-মেরুন রংয়ের উত্তরীয় গায়ে নেওয়ার পর মোহনবাগানের জার্সিও পড়েন তিনি। তাঁর হাতে তুলে দেওয়া হয় রসগোল্লার হাঁড়ি। কিছুক্ষণ স্পোর্টস লাইব্রেরি ঘুরে দেখেন। ক্লাবের রেজিস্টারে সই করার পর মূল মাঠে প্রবেশ করেন। গ‍্যালারিতে তখন হাজার হাজার মানুষ। একটি হুডখোলা গাড়িতে করে মোহনবাগান মাঠে ঘোরানো হয় তাঁকে। মাঝে মাঝেই ফুটবল ছুড়ে দিচ্ছিলেন গ‍্যালারিতে।

মার্টিনেজকে দেখতে মোহনবাগান সদস‍্য-সমর্থকদের ভিড়

মেসি নিয়ে প্রশ্ন করতেই মার্টিনেজ বলেন,”মেসিই বিশ্বের সেরা ফুটবলার। আমি ভাগ‍্যবান যে মেসির সঙ্গে আমি খেলার সুযোগ পেয়েছি। আমি নিশ্চিত ভবিষ‍্যতে আর একটা মেসি আসবে না।”

কলকাতা শহরে এসে তাঁকে নিয়ে ফুটবল প্রেমীদের ভালবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন মার্টিনেজ। তিনি বলছিলেন,”এটাই আমার শেষ কলকাতা আসা নয়। আমি আবার কলকাতা আসবো। তবে এবার যখন আসবো তখন মেসিও আসবে আর আর্জেন্টিনা জার্সি গায়ে খেলব।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here