ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন: মেলবোর্নে টেস্ট জয়ের হ্যাটট্রিক সারতে ভারতের দরকার নয়া রেকর্ড। ২০১১ সালের পর থেকে কোনও টেস্টে এমসিজিতে হারেনি ভারত।২০১১ সালে অজিদের কাছে হারতে হয়েছিল ১২২ রানে। ২০১৪ সালে মেলবোর্ন টেস্ট ড্র রাখে ভারত। ২০১৮ ও ২০২০ সালে জেতে যথাক্রমে ১৩৭ রান ও ৮ উইকেটে।
মেলবোর্নে সবচেয়ে বেশি ৩৩২ রান তাড়া করে জেতার নজির রয়েছে ৯৬ বছর আগে। সেবার ইংল্যান্ড ৩ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এর পাশাপাশি ২৫০-র উপর রান তাড়া করে জেতার নজির রয়েছে আরও ৬টি টেস্টে।১৯৬১ সালের ফেব্রুয়ারিতে রিচি বেনোর অস্ট্রেলিয়া ২৫৮ রানের টার্গেটে পৌঁছেছিল ফ্র্যাঙ্ক ওরেলের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারপর আড়াইশোর উপর রান তাড়া করে জেতার নজির নেই এমসিজিতে।ইতিমধ্যেই অস্ট্রেলিয়া এগিয়ে গিয়েছে ৩৩৩ রানে। একটা সময় অজিরা ১১ রানের মধ্যে চারটি উইকেট হারিয়েছিল। সেই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভবও হয়। ৬৪.১ ওভারে ১৭৩ রানে পড়েছিল নবম উইকেট। এরপর আর নাথান লিয়ঁ ও স্কট বোল্যান্ডের জুটি ভাঙতে পারেনি ভারত।
চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৮২ ওভারে ৯ উইকেটে ২২৮। দিনের শেষ ওভারে জসপ্রীত বুমরাহর বলে রোহিত শর্মা স্লিপে ক্যাচ ধরলেও সেই বলটি নো বল হয়। লিয়ঁ ৫৪ বলে ৪১ ও বোল্যান্ড ৬৫ বলে ১০ রানে অপরাজিত।২০১৩ সালে অস্ট্রেলিয়া অ্যাশেজের বক্সিং ডে টেস্ট এমসিজিতে জেতে ২৩১ রানের টার্গেট তাড়া করে। ভারত ২০২১ সালে ব্রিসবেন টেস্টে ৩২৮ রান তাড়া করে জিতেছিল ৩ উইকেটে। ঋষভ পন্থ ৮৯ রানে অপরাজিত ছিলেন। চলতি সিরিজে নিষ্প্রভ পন্থের ব্যাট এবার এমসিজিতে জ্বলে উঠবে কিনা তা নিয়ে চর্চা শুরু করেছেন ধারাভাষ্যকাররাও।