ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন, কলকাতা, ৮ অক্টোবর : সল্টলেক মেট্রো স্টেশনের সঙ্গে আইএফএ-এর নাম জুড়ে গেল। একটা সময় চাঁদনি চক মেট্রো স্টেশনের নাম পাল্টে আইএফএ করতে চেয়েছিলেন তৎকালীন সচিব প্রদ্যোৎ দত্ত। কারণ, আইএফএ -এর অফিস চাঁদনি চকেই। নানান কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। এবার শহরের নবনির্মিত মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে গেল আইএফএ-এর নাম। তারজন্য বড় ভূমিকা আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত ও সচিব জয়দীপ মুখার্জির।
আজ, বৃহস্পতিবার দুপুরে সল্টলেক স্টেডিয়াম সংলগ্ন স্টেশনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। আইএফএ-এর এই তিন কর্তা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রো রেলওয়ের আধিকারিকরা।
আইএফএ-এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় বলেন,”এমন একটা উদ্যোগ নেওয়ার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষকে অভিনন্দন। আজ আমাদের কাছে স্মরণীয় দিন।”
আইএফএ-চেয়ারম্যান সুব্রত দত্ত বলেন,”জুরিখেও ফিফার নামে কোনও স্টেশন নেই। আইএফএ সেক্ষেত্রে ইতিহাস গড়ল।”
স্টেশনের ভিতরে ভারতীয় ফুটবলের দুই অলিম্পিয়ান চুনী গোস্বামী ও পি কে ব্যানার্জির ছবি দিয়ে সাজানো হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায় ও প্রশান্ত ব্যানার্জি। ছিলেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্যও।
প্রসঙ্গত উল্লেখ্য, আর্সেনাল ক্লাবের নামে লন্ডনে একটি টিউব স্টেশন আছে।