ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন,৪ এপ্রিল : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেদের ক্লাব তাঁবুর উদ্বোধন করার অনুরোধ করেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। আজ,দুপুরে ক্লাবের সহ সভাপতি কুনাল ঘোষের সঙ্গে নবান্নে পৌঁছন মোহনবাগানের নতুন সচিব দেবাশিস দত্ত। মুখ্যমন্ত্রীর হাতে দেবাশিসবাবু তুলে দিয়েছেন মোহনবাগানের অমর একাদশের একটি স্মারক। অনেক্ষণ কথাও হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। তখনই তাঁকে মোহনবাগান ক্লাবের নতুন করে সংস্কার হওয়া তাঁবুর উদ্বোধন করার অনুরোধ করেন দেবাশিসবাবু।
প্রসঙ্গত উল্লেখ্য, তাঁবু সংস্করণের জন্য মোহনবাগান ক্লাবকে আর্থিক সহায়তা করেছে রাজ্য সরকার। নতুন রূপে মোহনবাগান তাঁবুর উদ্বোধন হোক মুখ্যমন্ত্রীর হাত দিয়েই। এমনটাই চাইছেন মোহনবাগানের নতুন কর্মসমিতি।
মোহনবাগানের নতুন সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, আমি আর কুণাল ঘোষ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রী সবসময় আমাদের পাশে ছিলেন আর এখনও পাশে আছেন। ক্লাব তাঁবু নতুন করে সাজানোর পেছনে রাজ্য সরকারের বড় ভূমিকা আছে। ক্লাব তাঁবুর কাজ এখনও কিছুটা বাকি আছে। কাজ পুরোপুরি শেষ হয়ে যাওয়ার পর আমাদের ক্লাব তাঁবু উদ্বোধন করার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। ক্লাবের কাজ শেষ হয়ে গেলে উনি আমাদের জানাতে বলেছেন। মুখ্যমন্ত্রীর সময় দিলেই সেই সময়ই আমরা ক্লাব তাঁবুর উদ্বোধন করব ভেবে রেখেছি।”