মুকুটহীন মহারাজ, বিসিসিআই সভাপতি হতে চলেছেন রজার বিনি

0

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : সৌরভ গাঙ্গুলিকে বিসিসিআই সভাপতির পদে আর দেখা যাবে না। মঙ্গলবার পরিস্থিতি যা তৈরি হয়েছে তাতে ১৮ অক্টোবর বোর্ডের বার্ষিক সভার নির্বাচনে লড়াইয়ে নামছেন না সৌরভ। তাঁর জায়গায় নতুন সভাপতি হতে চেলেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের বোলার রজার বিনি। জয় শাহ হচিব পদেই থাকছেন। ১২ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে।

বিসিসিআইয়ের প্রাক্তন সচিব নিরঞ্জন শাহ জানিয়েছেন, ‘আমার কাছে যা খবর তাতে এইবার কোনও ইলেকশন হবে না। চারটি পদের সিলেকশন হবে। রজার বিনি সভাপতি ও জয় শাহ সচিব পদেই থাকছে।’

রজার বিনি

এখন দুটি প্রশ্ন উঠছে। এক, বিজেপিতে যোগ দেননি বলেই কি সৌরভকে বোর্ড সভাপতির পদ থেকে চলে যেতে হচ্ছে? এই বিতর্কটা এসেই পড়ছে।
২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দিতে পারেন বিজেপিতে । কিন্তু সব জল্পনা ভুল প্রমাণ করে সৌরভ রাজনীতি থেকে দূরে থেকেছেন। সেই নির্বাচনে বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি সৌরভকেই নাকি প্রধান মুখ করতে চেয়েছিলেন। সৌরভ সেই রাস্তায় হাঁটেননি। তাহলে কি সৌরভ রাজনীতির শিকার?

দ্বিতীয়ত, সৌরভ নাকি বোর্ডের পরিস্থিতি অনেক আগেই বুঝে গিয়েছিলন। তাই তিনি আইসিসি চেয়ারম‍্যান হওয়ার চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। কিন্তু বোর্ড তাঁকে প্রতিনিধি করে আইসিসিতে আদৌ পাঠাবে? তার জন‍্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। যদি তাঁকে আইসিসির প্রতিনিধি করে না পাঠানো হয় তাহলে তখনই নিশ্চিত ভাবে বলা যেতে পারে সৌরভ রাজনীতির শিকার। সব কিছুই পরিস্কার হবে আগামী ১৮ অক্টোবর পযর্ন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here