মিলে গেল প্রিমিয়ার ‘এ’ ও ‘বি’, বদলে যাচ্ছে লিগের ফর্ম‍্যাট

0

◆বৈঠকে আইএফএ সচিব অনির্বান দত্ত ও সভাপতি অজিত ব‍্যানার্জি। মঙ্গলবার আইএফএ অফিসে◆

ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন : মিলে গেল কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ারের ‘এ’ ও ‘বি’ ডিভিশন। এই দুটি ডিভিশন মিলে যাওয়ার ফলে এখন প্রিমিয়ার ডিভিশন একটাই থাকছে। দলের সংখ‍্যা দাঁড়াচ্ছে ২৬ টি। মঙ্গলবার আইএফএ-এর লিগ কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল।

কয়েক মাস আগে আইএফএ নিযুক্ত তিন সদস‍্যর এক্সপার্ট কমিটির (মনোরঞ্জন ভট্টাচার্য,সঞ্জয় সেন এবং দেবজিৎ ঘোষ) পরামর্শ ছিল,প্রিমিয়ার ডিভিশনের লিগটা এমন ভাবে করা হোক যেখানে দল গুলি যাতে ২০ টি করে ম‍্যাচ খেলতে পারে। আইএফএ কর্তারা যা সিদ্ধান্ত নিয়েছেন তা হল, প্রিমিয়ারের এই ২৬ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। একটি গ্রুপে মোহনবাগান ও অপর গ্রুপে ইস্টবেঙ্গল থাকবে। পাশাপাশি গত বছরের চ‍্যাম্পিয়ন মহমেডান ও রানার্স দল ভবানীপুরকেও আলাদা গ্রুপে রাখা হবে। বাকি ২২ টি দলকে নিয়ে লটারি করে গ্রুপ ঠিক হবে। দুটি গ্রুপ থেকে উপরের ৩ টি করে দল নিয়ে ( মোট ৬ টি দল) চ‍্যাম্পিয়নশিপের জন‍্য সুপার সিক্সের লড়াই হবে। আর নিচের ৬ টি দল নিয়ে হবে অবনমনের লড়াই। আইএফএ সচিব অনির্বান দত্ত জানান, এই বছর প্রিমিয়ার ডিভিশন থেকে ৪টি দলের অবনমন হবে। আর প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ারে উঠবে ২টি দল। অর্থাৎ আগামী মরসুম (২০২৪) থেকে প্রিমিয়ার ডিভিশনের দলের সংখ‍্যা হবে ২৪ টি।

লিগ কমিটির বৈঠক

এদিনের বৈঠকের শেষে আইএফএ সচিব অনির্বান দত্ত জানান,”প্রথম ডিভিশন ও প্রিমিয়ার লিগ কমিটির সদস‍্যদের সঙ্গে আলোচনা করেই আমরা প্রিমিয়ারের দুটি ডিভিশনকে মার্জ করার সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া প্রিমিয়ারের দলগুলি যাতে বেশি করে ম‍্যাচ খেলতে পারে সেই ব‍্যাপারে এক্সপার্ট কমিটিও পরামর্শ দিয়েছিল। যারা উপরে অর্থাৎ চ‍্যাম্পিয়নশিপের ম‍্যাচ খেলবে। আর যারা অবনমনের লড়াই করবে তাদের প্রতিটি দল ১৭ টি করে ম‍্যাচ খেলার সুযোগ পাবে। আর মাঝের দলগুলি ১২টি করে ম‍্যাচ খেলার সুযোগ পাবে। সব কিছু খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল।”

আইএফএ-এর পরবর্তী পদক্ষেপ হল, প্রিমিয়ার ডিভিশনের দলগুলির সঙ্গে বসে মডালিটিস তৈরি করা। এই প্রিমিয়ার ডিভিশন এক করে দেওয়ার কারণ কি ডায়মন্ডহারবার এফসিকে মোহনবাগান,ইস্টবেঙ্গলের সঙ্গে খেলার সুযোগ তৈরি করে দেওয়া? কেউ কেউ এমন অভিযোগ তুলছেন। এই প্রশ্নের উত্তরে আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, “প্রিমিয়ার ডিভিশনের অঙ্গ হল ‘বি’ ডিভিশন। তফাৎটা ছিল বিদেশি ফুটবলারের। যেহেতু বিদেশি ফুটবলার উঠে যাচ্ছে সেক্ষেত্রে দুটি ডিভিশন রাখার কোনও মানে হয় না। তাছাড়া আমাদের এক্সপার্ট কমিটি বেশি সংখ‍্যক ম‍্যাচ খেলার পরামর্শ দিয়েছিলেন অনেক আগেই। অতএব এই অভিযোগ ঠিক নয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here